Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুৎ অপচয়

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

প্রায় সারাদেশ এখন বিদ্যুতের আলোয় আলোকিত। শহর, মফস্বল কিমবা অজপাড়াগাঁ সবখানেই এখন বিদ্যুৎ পৌঁছে গেছে। বিদ্যুৎ ব্যবস্থার সহজলভ্যতার ফলে অনেকেই বিভিন্ন সময়ে, কারণে বা অকারণে বিদ্যুৎ অপচয় করে, যা আমাদের দেশের সার্বিক বিদ্যুৎ ব্যবস্থার জন্য ক্ষতিকর। অনেকেই রাতে লাইট জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। বাইরে বের হবার সময় ঘরের লাইট, ফ্যান বা ওয়াইফাইয়ের সুইচ অন রেখেই চলে যান। গ্যাস সরবরাহ সচল থাকার পরেও অনেকে বিদ্যুৎ চালিত চুলা ব্যবহার করে রান্নার কাজ সম্পন্ন করেন, যা বিদ্যুৎ অপচয়ের অন্যতম কারণ। এসব ক্ষেত্রে সকলের সচেতন হওয়া প্রয়োজন। বিদ্যুৎ আমাদের জাতীয় সম্পদ। তাই বিদ্যুতের অপচয় রোধে সকলকে সচেতন হতে হবে।

ইমরান খান রাজ
শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগ, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন