Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

রাস্তার কাজ শেষ করা জরুরি

ফেনী জেলার পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড উত্তর কেতরাঙ্গা বিজিবি সড়কের তিন কিলোমিটার অংশের নির্মাণ কাজ বেশ কয়েকবছর ধরে বন্ধ হয়ে রয়েছে। রাস্তাটির টেন্ডার নেয়া ঠিকাদারের কোনো খোঁজ নেই। কয়েক বছর ধরে শুষ্ক মৌসুম এলেই কনক্রিট ও ধুলোর কারণে রাস্তাটি চলাচল অযোগ্য হয়ে পড়ে। বিশেষ করে শীত মৌসুম এলে কুয়াশার সাথে ধুলো মিশে নিশ্বাসের সাথে মানবদেহে প্রবেশ করছে। রাস্তার দু’পাশে বন বিভাগের লাগানো গাছের চারাগুলো এখন মৃতপ্রায়। এ তিন কিলোমিটার রাস্তা দিয়ে দিনে রাতে ইটের ভাটার মাটিবাহী ট্রাক চলার কারণে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বাতাসের সাথে ধূলিকণা মিশে পরিবেশের বিপর্যয় নেমে এসেছে। ধূলিবালিতে রাস্তার আশে পাশে সকল বাড়ি ঘরের রঙ পরিবর্তন হয়ে গেছে। রাস্তার দুই পাশে ফসলের ক্ষতি হচ্ছে। এমতাবস্থায় রাস্তাটি দ্রুত নতুন টেন্ডার দিয়ে হোক বা অন্য কোনো উপায়ে হোক, কাজ সম্পন্ন করা না গেলে পরিবেশ ও স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হবে বলে মনে করি।

মাজহারুল ইসলাম সৈকত
দপ্তর সম্পাদক
পরিবেশ ক্লাব বাংলাদেশ, ফেনী সরকারি কলেজ শাখা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন