বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধার সুন্দরগঞ্জে কিশোরী অপহরণকারি সামিউলকে (২৩) কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ জানুয়ারি) অপহরণকারি সামিউলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সামিউল উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ সমস গ্রামের ইউনুছ আলীর ছেলে।
পুলিশ জানায়, গত বছরের ৫ অক্টোবর নারী ও শিশু নির্যাতন আইনের ৭/৩০ ধারায় সামিউল ও তার সহযোগিদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়। মামলা নং- ২৬। মামলা দায়েরের কিছুদিন পর অপহৃতা কিশোরীকে পুলিশ উদ্ধার করলেও সামিউল বিভিন্ন জায়গায় আতœগোপনে থাকে। পরে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক তথ্য প্রযুক্তির মাধ্যমে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা থেকে গত রোববার অপহরণকারি সামিউলকে গ্রেফতার করে। থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।