Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেশনজট

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে সেশনজট জেঁকে বসেছে। তাই বিশ্ববিদ্যালয়টি তার কাঙ্খিত লক্ষ্য ও উদ্দেশ্য হতে ক্রমেই বিচ্যুত হয়ে পড়ছে। সেশনজটে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়ছে। গত ২০১৯ সালের ডিম্বেরে ভর্তি হওয়া শিক্ষার্থীরা তাদের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দেয়ার সুযোগ পেয়েছে দুই বছর দুই মাস পর। পরীক্ষার এক মাস পর ফলাফল প্রকাশ করার কথা থাকলেও তা প্রকাশ করা হয়েছে ছয় মাস পর। এখন পর্যন্ত তাদের দ্বিতীয় বর্ষ ফাইনাল পরীক্ষা নেওয়ার ব্যাপারে কোনো খোঁজ খবর নেই। তাছাড়া ঠিক মতো ক্লাসও হয় না। সেশনজটের ব্যাপারে বিশ্ববিদ্যালয় ঊর্ধ্বতন কতৃর্পক্ষ বারবার তাগিদ দিলেও সংশ্লিষ্টদের অবহেলার কারণে লেগেই আছে সেশনজট। কোভিড-১৯ পরবর্তী সময়ে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ না থাকায়, এই সেশনজটের সৃষ্টি হয়েছে। সেশনজট দূর করতে বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষকে ‘লস রিকভারি প্ল্যান’ গ্রহণ করতে এবং পরীক্ষাগুলো দ্রæত নেওয়ার দাবিতে শিক্ষার্থীরা মাবনবন্ধন ও উপ-উপাচার্যের বাস ভবন ঘেরাও করার হুঁশিয়ারিও দিয়েছে। কিন্তু তাতেও কোনো পরিবর্তন লক্ষ করা যাচ্ছে না। ফলে শিক্ষার্থীরা পড়ালেখার প্রতি আগ্রহ হারিয়ে ক্রমেই উদ্যম ও আত্মবিশ্বাস হারিয়ে বিষণœ হয়ে পড়ছে। তাই সেশনজট নামক ভয়াবহ ব্যাধি রোধ করতে বা কমিয়ে আনতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহŸান জানাচ্ছি। আশা করি, যথাযথ কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপে দ্রæত এ পরিস্থিরি অবসান হবে।

মো. রাকিব হোসেন
শিক্ষার্থী, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন