Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শপথ সম্পর্কে কিছু কথা

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বিদ্যালয়ে শিক্ষার্থীদের শপথ হওয়া প্রয়োজন সহজ ও প্রাঞ্জল ভাষায়। যা কোমল মতি শিক্ষার্থীরা অতি অল্প সময় মুখস্ত করতে পারবে এবং চলার পথে যে কোনো জাায়গায় যে কোনো পরিস্থিতে বলতে পারে। আমার শিক্ষক জীবনের অভিজ্ঞতায় দেখেছি, শপথ পাঠ করানো হয় সাধারণত বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের দিয়ে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, এক বছর হয়ে গেলো, অথচ একজন শিক্ষার্থীও শপথটি না দেখে বলতে পারে না। তারা আমাকে বলে, স্যার, শপথটা খুব কঠিন। মনে থাকে না। তাই, বিদ্যালয়গুলোতে পাঠ করানো শপথ যাতে সাবলিল হয় সে ব্যাপারে দৃষ্টিপাত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি।

মো. আতিকুর রহমান খান
সাবেক সহকারী প্রধান শিক্ষক, উজান গোবিন্দী বিনাইরচর উচ্চ বিদ্যালয়, আড়াইহাজার, নারায়ণগঞ্জ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন