Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগদান হল ‘কাল হো না হো’র শিশুশিল্পী ঝনক শুক্লার

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

সিরিয়াল বলুন বা সিনেমা, যেখানে নায়ক-নায়িকা, ভিলেনের পাশাপাশি সমান রাজত্ব শিশুশিল্পীদেরও। যদিও কিছু কিছু ছবিতে শিশু তারকাদের দেখা না মিললেও সিরিয়ালে অফুরন্ত সম্ভার শিশু তারকাদের। বলা চলে, তাঁরাই একেবারে নজর ছিনিয়ে নেন দর্শকদের। তবে বর্তমানে বহু শিশুশিল্পী বড় হয়ে নায়িকার ভূমিকাতেও অভিনয় করছেন। কিন্তু তাঁদের চেনা দায়। ছোট থেকেই তাঁদের অভিনয় দর্শকদের মন জুড়ে রয়েছে একেবারে। সেই কারণে বড় হয়ে হয়ে যাওয়া সেই সকল শিশুশিল্পীরাও আজকাল সমান চর্চিত। তাঁদের ব্যক্তিগত জীবনেও হানা দিচ্ছেন নেটিজেনরা। সম্প্রতি বলিউড জুড়ে একের পর এক সানাইয়ের ধ্বনি। কিছুদিন আগেই ‘কুছ কুছ হোতা হ্যায়’-খ্যাত শিশুশিল্পী সানা সাঈদ বাগদান সেরেছেন। একটি ভিডিওর মাধ্যমে অভিনেত্রী নিজেই সে কথা জানিয়েছেন। এবার আরও একটি সুখবর দিলেন শাহরুখের আরেকটি ছবির শিশুশিল্পী। শাহরুখ-প্রীতি জিন্টা অভিনীত ‘কাল হো না হো’ ছবির শিশুশিল্পী ঝনক শুক্লা, সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিক স্বপ্নিল সূর্যবংশীর সঙ্গে বাগদান সারলেন। এদিনের রোকা অনুষ্ঠানের যাবতীয় ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন ‘করিশমা কা করিশমা’-খ্যাত শিশু অভিনেত্রী। ছবিগুলি শেয়ার করে ঝনক লিখেছেন, ‘অবশেষে এটি অফিসিয়াল! রোকা হো গ্যায়া।’ ঝনকের দীর্ঘদিনের প্রেমিক স্বপ্নিল একজন ফিটনেস প্রশিক্ষক। ছবিতে, ঝনককে স্বপ্নিলের সঙ্গে তাঁর বাড়িতে বসে একে অপরের সঙ্গে হাত বাঁধা অবস্থায় দেখা গিয়েছে। এদিন ঝনকের পরনে ছিল গোলাপি সালোয়ার স্যুট আর হলুদ দোপাট্টা। পোস্টের মন্তব্য বিভাগে অনেক সেলিব্রিটি এবং অভিনেত্রীর অনেক ঘনিষ্ঠ বন্ধুরা অভিনন্দন জানিয়েছেন। ঝনক ১৫ বছর বয়সেই অভিনয় থেকে বিরতি নিয়েছেন। পূর্বে একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন যে, ‘করিশমা কা করিশমা’ শোটির জনপ্রিয়তার কারণেই তিনি শাহরুখ খান, প্রীতি জিনতা এবং সাইফ আলি খান অভিনীত ‘কাল হো না হো’তে শিশুশিল্পী হিসেবে কাজ পান। এরপর তিনি হলিউড ফিল্ম ওয়ান নাইট উইথ দ্য কিং-এও কাজ করেন। তবে অভিনয়ের পাশাপাশি পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য টিভি থেকে তিনি বিরতি নিয়েছিলেন। তাঁর বাবা-মা চাইতেন, তাঁদের মেয়ে প্রথমে স্নাতক শেষ করুক এবং তারপরে সে যে কোনও পেশায় আগ্রহী হোক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন