Inqilab Logo

বৃহস্পতিবার ১৬ অক্টােবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১, ১২ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

কাগজের মূল্যবৃদ্ধি

বর্তমানে কাগজের মূল্যবৃদ্ধি চরম আকার ধারণ করেছে। কাগজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছে দেশের শিক্ষার্থীসহ বই প্রকাশক, লেখক গণ। অনেক লেখক-প্রকাশক আসন্ন বইমেলার আগে দুর্বিপাকে পড়েছেন। শিক্ষার্থীরা নতুন বই-খাতা কিনতে হিমশিম খাচ্ছে। মূল্যবৃদ্ধির লাগাম ধরতে সরকারের নজরদারি প্রয়োজন। নির্দিষ্ট কিছু কাগজ আমদানিতে শুল্ক প্রত্যাহার করলে মিল মালিকরাও কাগজের দাম কমাতে বাধ্য হবেন। ব্যবহৃত কাগজকে রিসাইকেলিং করে ব্যবহার করার ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে হবে। অন্যদিকে সংকটকে কাজে লাগিয়ে সিন্ডিকেট করা অসাধু মিল ব্যবসায়ীদের আইনের আওতায় আনা জরুরি। দেশের মূদ্রণশিল্প এবং কোটি কোটি শিক্ষার্থীর পড়াশোনা সচল রাখতে এখনই কাগজের মূল্যবৃদ্ধির লাগাম টেনে ধরা প্রয়োজন। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসা উচিত।

টি এইচ মাহির
চট্টগ্রাম, বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন