Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় জামায়াতের ঝটিকা শো ডাউন

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২৩, ৫:২০ পিএম

খুলনায় জামায়াত ঝটিকা শো ডাউন করেছে। আইন শৃংখলা বাহিনী কিছু বুঝে উঠার আগেই তারা তাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে।
১ জানুয়ারী থেকে বিদ্যুতের মূল্য প্রতি ইউনিট ১৯ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করা ঘোষণার প্রতিবাদ এবং অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করা ও আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে জামায়াতে ইসলামী খুলনা মহানগরী শাখার উদ্যোগে সকালে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগরী জামায়াতের সেক্রেটারী এ্যাডঃ শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, খুলনা সদর থানা আমীর আবু রাইসা, সোনাডাঙ্গা থানা আমীর মাওলানা শাহারুল ইসলাম, সোনাডাঙ্গা থানা সেক্রেটারী মুহাম্মদ শহীদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সেক্রেটারী মোঃ মাহ্ফুজুর রহমান, ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী অফিস সেক্রেটারী আরাফাত হোসেন মিলন, দৌলতপুর থানা সহকারী সেক্রেটারী মোশাররফ আনসারী, জামায়াত নেতা আক্তারুজ্জামান সুমন, আলী হায়দার প্রমূখ।
মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে এ্যাডঃ হেলাল বলেন, মধ্যবিত্ত ও দরিদ্র জনগণকে অর্থনৈতিকভাবে শোষণ করার জন্যই সরকার বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ মাসের ১ জানুয়ারী থেকে প্রতি ইউনিট ১৯ পয়সা বৃদ্ধি কার্যকর করার যে ঘোষণা সরকার দিয়েছে তা সম্পূর্ণ অযৌক্তিক। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের তীব্র কষাঘাতে মধ্যবিত্ত ও দরিদ্র জনগণের এমনিতেই নাভিশ্বাস উঠেছে। তার উপর আবার বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়ে সরকার জনগণের মাথায় বোঝার উপর শাকের আটি চাপিয়ে দিয়েছে। যেখানে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমছে সেখানে বিদ্যুতের মূল্য বৃদ্ধির কোন যুক্তি নেই। এ সরকার জনগণের স্বার্থ, সুবিধা, অসুবিধা ও সুখ-দু:খের কথা চিন্তা ভাবনা না করে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এ স্বৈরাচারী সরকারের নিকট থেকে জনগণের কোন কল্যাণ আশা করা যায় না। সরকারের লক্ষ্য জনগণকে শোষণ করে জুলুম-নির্যাতন চালিয়ে শক্তির জোরে ক্ষমতায় টিকে থাকা। তিনি বলেন এ অবৈধ সরকার আমীরে জামায়াতকে অন্যায়ভাবে গ্রেফতার করে গণতন্ত্র ও আইনের শাসনের পথ রুদ্ধ করছে। পরিকল্পিতভাবে দেশকে চরম সহিংসতার দিকে ঠেলে দেয়াই সরকারের মুল উদ্দেশ্যে। ইসলামী আদর্শের ব্যক্তিত্বদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে সাধারণ জনণের আন্দোলনকে ঠেকানোর পায়তারা করছে। সরকারের এই চরম প্রতিহিংসার রাজনীতির কারণে দেশের মানুষ আজ এক হয়েছে। তিনি অবিলম্বে এ অন্যায় ও অযৌক্তিকভাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার ও আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের মুক্তির আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ