রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা
ইলিশ মাছ রক্ষায় মাদারীপুরের শিবচর সংলগ্ন পদ্মা নদীতে আবারও অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ নিধনের অপরাধে ১৩ জেলেকে আটক করে ৮ জনকে ৭ দিন করে কারাদ- ও ৫ জেলেকে অর্থদ-ের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৮ হাজার মিটার জাল ধ্বংস ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ইলিশ মাছ রক্ষায় এ পর্যন্ত ৩৭ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদ- ও ৯ জেলেকে অর্থদ- দেয়া হলো। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ইলিশ মাছ রক্ষায় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদের নেতৃত্বে গত বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত পদ্মা নদীর শিবচর অংশের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ১৩ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটককৃত সোবাহান খাঁ, জাকির চোকদার, মোঃ শাহিন, লোকমান বেপারী, আব্দুল জলিল, লিটন মোড়ল, মজিবুর খাঁ ও জুলহাস বেপারীকে ৭ দিন করে কারাদ- ও মানিক বেপারী, শহিদ মৃধা, সাগর বেপারী, আনেস তালুকদার ও রঙ্গু বেপারীকে ২৫ হাজার টাকা অর্থদ-ের সাজা প্রদান করেন। অভিযানকালে প্রায় ৮ হাজার মিটার জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয় ও প্রায় ২৫ কেজি মা ও জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত ইলিশগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এনামুল হক, শিবচর থানার পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন। অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালত জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।