Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

চিঠিপত্র

শীতার্তদের পাশে দাঁড়ান

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

সারাদেশে জেঁকে বসেছে তীব্র শীত। দিনরাত কুয়াশা ও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের অনেক এলাকায়। বিভিন্ন স্থানে কয়েকদিন যাবত সূর্যের দেখা মিলছে না, ঝরছে কুয়াশা বৃষ্টি। সূর্যের দেখা না পাওয়ায় প্রচণ্ড ঠান্ডায় লোকজন শীতবস্ত্র বা গরম কাপড়ের অভাবে প্রান্তিক জনপদে শীতার্ত মানুষ খড়কুটো, কাগজ, পাতা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। কনকনে শীতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শীতবস্ত্রহীন অসহায় মানুষ এবং পথশিশুরা রাতযাপন করছে ফুটপাতে। হাড় কাঁপানো শীতে নাকাল দেশের দরিদ্র ও ছিন্নমূল মানুষ। দেশের বিপুলসংখ্যক মানুষ অন্যের ক্ষেত-খামারে কাজ করে কোনমতে পরিবারের ভরণপোষণ চালিয়ে যায়। তাদের অনেকেরই শীত নিবারণ করার মতো গরম কাপড় কেনার সামর্থ্য নেই। আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ। সমাজের সামর্থ্যবান ও বিত্তশালীরা এসব শীতার্ত মানুষের প্রতি সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করলেই হাড় কাঁপুনি শীত থেকে তারা মুক্তি পেতে পারে। আমাদের উপার্জিত অর্থের সামান্য পরিমাণও যদি এসকল অসহায়দের জন্য আমরা বরাদ্দ করি, তাহলেও শীতার্তদের কষ্ট লাঘবে যথেষ্ট ভূমিকা রাখতে পারে। তাই আসুন, আসুন আর দেরি না করে আমাদের পুরনো অথবা অব্যবহৃত শীতবস্ত্র নিয়ে গরিব-দুঃখী-অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে তাদের পাশে দাঁড়াই।

আবদুল হান্নান
শিক্ষার্থী, ভোলা সরকারি কলেজ, ভোলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন