Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শীতে গণরুমে দুর্ভোগ

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

চীনের দুঃখ যেমন হোয়াংহো নদী, তেমনি আবাসিক হলগুলোর গণরুম হয়ে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুঃখ। হাড়কাঁপানো শীতে নাজুক হয়ে পড়েছে নবীন শিক্ষার্থীদের জীবনযাপন। তীব্র শীতে এক বুক স্বপ্ন নিয়ে কুষ্টিয়া-ঝিনাইদহের এ বিশ্ববিদ্যালয়ে বহু দূরের গ্রাম বা শহর থেকে আসা অনেকেরই অসুস্থতা ও দুর্ভাগ্যের কারণ হয় ‘গণরুম’। ইবিতে ভর্তির সময়ই প্রতিটা শিক্ষার্থীকে একটি নির্ধারিত হলের সাথে যুক্ত করে দেয় প্রশাসন। কিন্তু হলগুলোতে থাকার জায়গা নেই, তাই নিরুপায় হয়ে আশ্রয় নিতে হয় গণরুমে। এখানে ফ্লোরে বিছানা পেতে ঘুমোতে হয় সবার। তীব্র ঠান্ডায় অসহায় অবস্থা। এ অসহায় শিক্ষার্থীদের স্বাস্থ্য রক্ষায় বিষয়টি আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

রানা আহম্মেদ অভি
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন