Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতখানে নতুন ইউএনওর যোগদান

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২৩, ৩:১৫ পিএম | আপডেট : ৩:১৬ পিএম, ১০ জানুয়ারি, ২০২৩

ভোলার দৌলতখানে নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাঠান মোঃ সাইদুজ্জামান কর্মস্থলে যোগ দিয়েছেন। মঙ্গলবার ( ১০ জানুয়ারী) নিজ দফতরে যোগদান শেষে সকাল ১১ টায় তিনি উপজেলার সব সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন।
পাঠান মোঃ সাইদুজ্জামান ৩৪তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। তিনি দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের আগে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং সবশেষ ঢাকা মেট্রোপলিটন এলাকার নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন ইউএনও'র যোগদান উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিদ্দিক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনিসুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন, সমাজসেবা কর্মকর্তা পাপিয়া সুলতানা, ইউপি চেয়ারম্যান সামীম হোসেন অমি চৌধুরী, অধ্যক্ষ জাবির হাছনায়ীন জাকির প্রমূখ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যোগদান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ