Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমান সিমেন্টের সিইও পদে সৈয়দ সাহের’র যোগদান

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২২, ১২:০০ এএম

সৈয়দ আবু আবেদ সাহের প্রতিদিন ১০ হাজার মেট্রিকটন উৎপাদনের সক্ষমতা সম্পন্ন (সর্বাধুনিক জার্মান ভি আর এম প্রযুক্তি) আমান সিমেন্ট মিলস্ লিমিটেড’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে স্নাতকোত্তর এবং একই বিশ্ববিদ্যালয়ের ইনিষ্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিষ্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। সম্প্রতি যোগদান করা সৈয়দ সাহের এর আগে হাইডেলবার্গ সিমেন্টে সুদীর্ঘ ৮ বছর বিক্রয় ও বিপণন পরিচালক এবং ইষ্টার্ণ সিমেন্ট, বার্জার পেইন্টস, নোভার্টিস, বাটাসহ শীর্ষস্থানীয় বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠানে দীর্ঘ মোট ২৫ বছরের পেশাগত জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা ও পেশাগত কৃতিত্বের পাশাপাশি তিনি দেশ ও বিদেশের খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে নেতৃত্ব, টিম ব্যবস্থাপনা, বিক্রয় ও বিপণন, বাজার গবেষণা, যোগযোগ সহ নানা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি আমান সিমেন্টে’এর শুরু থেকেই গুনগত মান বজায় রেখে পণ্য উৎপাদনের দৃঢ় সঙ্কল্পতা ও বর্তমান বাজার ব্যবস্থাপনায় এর চাহিদা নিয়ে অত্যন্ত আশাবাদী এবং সিমেন্ট ব্রান্ড ‘আমানসিম’কে কাঙ্খিত লক্ষ্যে নিয়ে যেতে বদ্ধ পরিকর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমান সিমেন্টের সিইও পদে সৈয়দ সাহের’র যোগদান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ