Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিপজল-রেসি জুটি নিয়েই চলচ্চিত্রে ফিরছেন ডিপজল

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর চলচ্চিত্রে ফিরছেন মুভি লর্ড খ্যাত ডিপজল। আগামী বছরের ১ জানুয়ারি থেকে তিনি পুনোর্দ্যমে চলচ্চিত্রের কাজ শুরু করছেন। ৩১ ডিসেম্বর একসাথে পাঁচটি সিনেমার মহরতের মধ্যদিয়ে চলচ্চিত্রে তার এই নবযাত্রা শুরু হচ্ছে। পাঁচটির মধ্যে ছটকু আহমেদের পরিচালনায় ‘এক কোটি টাকা’ নামে সিনেমাটির শুটিং শুরু হবে ১ জানুয়ারি থেকে। তারপর ধারাবাহিকভাবে ঢাকা ও কক্সবাজারে বাকি চারটি সিনেমার কাজ শুরু হবে। এক কোটি টাকার সিনেমার মাধ্যমে আবারও জুটি হয়ে ফিরছেন চলচ্চিত্রের আলোচিত জুটি ডিপজল ও রেসি। বিয়ের পর রেসি চলচ্চিত্র থেকে এক প্রকার বিদায় নিয়েছিলেন। ডিপজলই আবার তাকে চলচ্চিত্রের মূল ধারায় নিয়ে আসছেন। এ ব্যাপারে ডিপজল বলেন, রেসি ও আমার জুটি দর্শক দারুণ পছন্দ করেছে। অভিনয়ে আমাদের দুজনের মধ্যে বোঝাপড়াটা বেশ ভালো। দু’জন সমানতালে অভিনয় চালিয়ে যেতে পারি। মূলত এ কারণে রেসিকে নিয়ে আবার সিনেমার কাজ শুরু করছি। তিনি বলেন, চলচ্চিত্রে এখন খুবই করুণ অবস্থা চলছে। দর্শক দেখার মতো গল্প সমৃদ্ধ কোনো সিনেমা পাচ্ছেন না। যেসব সিনেমা হচ্ছে, তার অধিকাংশেরই গল্পের কোনো ধারাবাহিকতা থাকে না। দর্শককে আলোড়িত করতে পারছে না। ফলে চলচ্চিত্রের প্রতি দর্শক মুখ ফিরিয়ে নিচ্ছে। আমি সবসময়ই গল্প সমৃদ্ধ সিনেমা নির্মাণ করি। দর্শক কী ধরনের সিনেমা চায়, তা বুঝে গল্প সাজাই। আমার একটি সিনেমার গল্প তৈরি করতে তিন থেকে চার মাস সময় লেগে যায়। যে সিনেমাগুলো শুরু করছি, সেগুলোর গল্প তৈরি করতে প্রায় দুই বছর সময় লেগেছে। ইচ্ছা করলে যে কোনো একটি গল্প নিয়ে শুরু করতে পারতাম। তাতে সিনেমা হতো, তবে দর্শকের মনের মতো হতো না। দর্শক যদি সিনেমা না-ই দেখে, তবে সে সিনেমা নির্মাণ করে লাভ কি! এ কারণেই সিনেমা থেকে কিছু সময় বিরতি নিয়েছিলাম। আমার দৃঢ় বিশ্বাস, যে সিনেমাগুলো দর্শকদের উপহার দেব সেগুলো তাদের মনের মতোই হবে। তিনি বলেন, চলচ্চিত্রের এই দুঃসময়ে আর চুপ করে বসে থাকা যায় না। চলচ্চিত্র যেহেতু আমার রক্তের সাথে মিশে আছে, এটা ছাড়াও সম্ভব নয়। তাই অনেক ভেবে-চিন্তে আবার চলচ্চিত্রে ফিরে এসেছি। একটা ভালো কিছু করার জন্যই এসেছি। আমার ধারণা, একের পর এক যে সিনেমাগুলো উপহার দেব, তাতে চলচ্চিত্রের ধারাটা পাল্টে যাবে। আমাদের দেশের গল্প সমৃদ্ধ সিনেমা দিতে পারলে দর্শক অবশ্যই দেখবে বলে আমি মনে করি। বাংলা সিনেমার গৌরব ফিরিয়ে আনতেই আমি আবার নতুন করে চলচ্চিত্রে নেমেছি। আশা করি, দর্শক হতাশ হবেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্রে

২২ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ