Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইসরায়েলে নবগঠিত সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২৩, ১০:২৯ এএম

ইসরায়েলের নবগঠিত সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) রাজধানী তেল আবিবে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেয় হাজার হাজার মানুষ। খবর হারেৎজ’র।
প্ল্যাকার্ড হাতে ড্রাম বাজিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আন্দোলনকারীরা। শ্লোগান দেয় বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে। কট্টর ডানপন্থিদের নিয়ে গঠিত জোটকে ‘জগাখিচুড়ি সরকার’ বলে আখ্যা দেয়।
আন্দোলনকারীদের দাবি, গণতন্ত্রকে অবমাননা করছে এই সরকার। সুপ্রিম কোর্টের ক্ষমতা কমাতে বিচার বিভাগের সংস্কারের দাবিও তোলেন বিক্ষোভকারীরা।
গত নভেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোট পান নেতানিয়াহু। তবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট গঠন নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। শেষ পর্যন্ত ডানপন্থিদের নিয়ে গঠিত হয় ইতিহাসের সবচেয়ে কট্টরপন্থি সরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরায়েল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ