Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীতাকুণ্ডে পৃথক অভিযানে ১২ জন আসামি গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২৩, ৯:২৪ পিএম

সীতাকুণ্ডে পৃথক অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।গ্রেপ্তারকৃতরা হলেন ,সীতাকুণ্ড উত্তর সোনাইছড়ি এলাকার আব্দুল মান্নান,উত্তর সলিমপুর (আবদুল্লাহ ঘাটা) এলাকার মোঃ এখলাস, বাঁশবাড়ীয়া ইউনিয়ন এলাকার পরোয়ানাভূক্ত আসামি মোঃ ওসমান গনি,পৌরসদরস্থ মধ্যম ইয়াকুবনগর এলাকার শাহজালাল দুলাল ওরফে ধামা দুলাল (৩০),রফিকুল ইসলাম তাহিন (২০),আকিব হোসেন ওরফে রাকিব (২১),রাজিব হোসেন (২২),আজমির হোসেন নোমান (২০),জয়নাল আবেদিন ওরফে তালিম (২৩), মোঃ আকবর হোসেন ওরফে রোনালডো(৩২),মধ্যম সোনাইছড়ি এলাকার মোঃ করিম ও জাহানাবাদ এলাকার মোঃ ইসমাইল।(৬ জানুয়ারি) বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বিভিন্ন এলকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ। এবিষয়ে সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ জানান পৃথক অভিযানে গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে তাহিন,আকিব, রাজিব, আজমির, জয়নাল ও দুলাল তারা বিস্ফোরক মামলার সন্ধিগ্ন আসামি। টেরিয়াইল বাজারে গত ৭ ডিসেম্বর রাতে যুবলীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তাদের সম্পৃক্ত থাকার বিষয়টি তদন্তে উঠে এসেছে। আর হামলার ঘটনার পরথেকে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে পুলিশ। এরপর বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হামলায় জড়িতরা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পৌরসভাধীন এলাকার ইয়াকুবনগরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া পৃথক অভিযানে গ্রেপ্তার রোনালডো সহ অপর চারজন আসামি হত্যাচেষ্টার মামলা সমূহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি। এছাড়া পৃথক অভিযানে ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান ও বিস্ফোরক মামলার ৬ আসামীসহ ১২ জন আসামীকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি তোফায়েল আহমেদ ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ