পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
ইদানিং শহরের অলিগলি থেকে শুরু করে গ্রাম-গঞ্জের ছোট ছোট দোকানপাট, পাড়া-মহল্লার মোড় এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশেও স্কুল, কলেজ, মাদ্রাসাগুলো ছুটির পর প্রায়শই এলাকার বখাটে যুবক ও উঠতি বয়সের তরুণদের আড্ডা দিতে দেখা যাচ্ছে। তাদের কথা-বার্তা, আচার-আচরণ, দৃষ্টিভঙ্গি স্বাভাবিক পর্যায়ের সীমা ছাড়িয়ে মাঝে-মধ্যেই দৃষ্টিকটু, ক্ষেত্রবিশেষে অশালীন হয়ে উঠে! সাউন্ড সিস্টেমে উচ্চস্বরে শালীনতা বহির্ভূত মিউজিক বাজানো, লুডু, ক্যারাম, দাবা এমনকি জোয়ার জলসাও দেদারসে চলছে এসকল জায়গায়! সাধারণত সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে এদের কার্যকলাপ! মাঝে মাঝে স্কুল-কলেজগামী ছাত্রীদের উত্যক্ত করার ঘটনাও তাদের দ্বারা ঘটতে দেখা যায়। কিশোরগ্যাং, স্থানীয় সংঘ বা ক্লাবের ভয়ে ভুক্তভোগী শিক্ষার্থী বা অভিভাবকবৃন্দ সামাজিক শৃঙ্খলা পরিপন্থী এসকল কর্মকা- সম্পর্কে কথা বলার সাহস করেন না! এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও নিজেদের সম্মানহানির আশঙ্কায় এড়িয়ে চলেন এজাতীয় অরাজকতা! তাদের মাত্রাতিরিক্ত অসামাজিক কার্যকলাপে জনমনে ক্ষোভ ও স্থানীয় প্রশাসনের প্রতি নেতিবাচক মনোভাব সৃষ্টি হচ্ছে! এমতাবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে দেশের অলি-গলিতে এই ধরনের উৎপাত দমনে নজরদারি বাড়াতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
হাসান শুভ
শিক্ষার্থী, আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।