Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কে আবর্জনা কেন?

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২৩, ১২:০২ এএম

রংপুর নগরীর অন্যতম ব্যস্ত সড়ক লালবাগ মডার্ন মোড় রোডটি। রাস্তাটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ ও কারমাইকেল কলেজিয়েট কলেজের পাশ ঘেঁষে অবস্থিত। প্রতিদিন হাজার হাজার পথচারীর পাশাপাশি যাতায়াত করে বিভিন্ন ক্লাসের অসংখ্য শিক্ষার্থী। কিন্তু দুঃখজনক হচ্ছে, রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গার ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে এই ব্যস্ততম সড়কে। ফলে সেখান থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এই দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ থেকে অনেকেই আক্রান্ত হচ্ছে নানান রোগে। এভাবে একদিকে যেমন শারীরিক ঝুঁকি বাড়ছে, তেমনি মানসিক অবস্থার উন্নতিকে ব্যাহত করছে। তাই রংপুর নগরীর সার্বিক পরিবেশ সুরক্ষায় নিয়োজিত কর্তৃপক্ষের নিকট আবেদন, এ বিষয়ে যেন তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।

মোছা. লিখা খাতুন
শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন