Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটমোহরসহ চলনবিলাঞ্চলে শৈত্যপ্রবাহ ও তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

চাটমোহর (পাবনা) থেকে আফতাব হোসেন | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২৩, ৩:০৯ পিএম

পাবনার চাটমোহরসহ চলনবিলাঞ্চলে শৈত্যপ্রবাহ,ঘন কুয়াশা আর কিনকনে শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

হাঁড় কাঁপানো শীতে চরম দুর্ভোগের আবর্তে পড়েছে জনজীবন। ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকছে প্রকৃতি। গত দুইদিন এ অঞ্চলে সুর্যের মুখ দেখা যায়নি। ঝিরঝির বৃষ্টির মতো শিশির ঝরছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে। তীব্র শীতে স্থবিরতা দেখা দিয়েছে সাধারণ মানুষের স্বাভাবিক কাজকর্মে। সন্ধ্যার পর জনশূন্য হয়ে পড়ছে গ্রাম-শহর।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের দায়িত্বে থাকা মোঃ নাজমুল হক জানান,বুধবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ছিল ১২ ডিগ্রি।
চাটমোহর উপজেলার বোয়ালমারী গ্রামের কৃষক আঃ মতিন জানালেন,শীত ও কুয়াশার কারণে ধানর বীজতলা ক্ষতিগ্রস্থ হচ্ছে।
শীতের কারণে সর্বত্র সর্দি,কাশি,জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেইসঙ্গে বাড়ছে শীতজনিত বিভিন্ন রোগ। শীতজনিত রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জনজীবন বিপর্যস্ত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ