Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২৩, ১১:৪৯ পিএম

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার আকুল বিশ্বাস ওরফে আকুল (৫৫) নামের একজনকে গ্রেফতার করেছে।

বুধবার (০৪ জানুয়ারি) বিকাল আনুমানিক সাড়ে ৪ টার সময় র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল
‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ভাগ জোত বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে দৌলতপুর থানার মামলা নং-৯, তারিখঃ ০৮/১২/২০১০, সেশন ১৫৬/১৩, জিআর ৫৯৪/১০, পেনাল কোড ১৮৬০ এর ৩০৪(ক) ধারা মামলার ০৫ বছরের সশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আকুল বিশ্বাস ওরফে আকুল (৫৫) কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আকুল বিশ্বাস ওরফে আকুল কুষ্টিয়া দৌলতপুর থানার ভাগজোত নীচপাড়া এলাকার মৃত আয়াতুল্লাহ বিশ্বাসের ছেলে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করেছে র‍্যাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ