Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৪ জানুয়ারি ডোনাল্ড লু ঢাকা আসছেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক অ্যাসিসটেন্ট সেক্রেটারি ডোনাল্ড লু চলতি মাসের মাঝামাঝি ১৪ জানুয়ারি দুই দিনের সফরে ঢাকায় আসছেন। বাংলাদেশ সফরকালে তিনি গণতন্ত্র, অংশগ্রহণমূলক নির্বাচন, মানবাধিকারসহ ঢাকায় দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা পরিপ্রেক্ষিতে দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তার উপর জোর দেবেন।

অন্যদিকে ঢাকার পক্ষ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর পাশাপাশি র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, পুনরায় মার্কিন বাজারে জিএসপি সুবিধা ফিরে পাওয়া, রোহিঙ্গা ইস্যুসহ ইউক্রেন যুদ্ধের ফলে খাদ্য ও জ্বালানি খাতে যে সংকট তৈরি হয়েছে; তা তুলে ধরার সম্ভাবনা রয়েছে। কূটনৈতিক চ্যানেলগুলো থেকে এসব বার্তা মিলছে। একটি সূত্র জানায়, মার্কিন অ্যাসিসটেন্ট সেক্রেটারি ১৪ জানুয়ারি ঢাকায় আসবেন। পরদিন লু সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক সেরে ঢাকা ছাড়বেন। সফরে তিনি সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাও জানুয়ারির মাঝামাঝিতে লু’র ঢাকা সফরের তথ্য নিশ্চিত করেছেন। লু’র সফরে আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, সফরটি দুই দিনের হবে। দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে। দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো থাকবে।
লু’র সফরে আলোচনার বিষয়ে কূটনৈতিক অন্য একটি সূত্র বলছে, ডোনাল্ড লু মার্কিন পররাষ্ট্র দপ্তরের গুরত্বপূর্ণ কর্মকর্তা। অবশ্যই এ সফরে ওয়াশিংটনের কিছু এজেন্ডা নিয়েই আসছেন তিনি। আশা করা হচ্ছে, লু বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং সব দলের অংশগ্রহণের বার্তা দেবেন। পাশাপাশি তিনি মানবাধিকার পরিস্থিতি, গুম, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কথা বলবেন।

গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর শাহীনবাগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেটিকে কেন্দ্র করে দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়ে সরকারের সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করবেন।
এর আগে গত ১৪ ডিসেম্বর শাহীনবাগের ঘটনার পরদিন ১৫ ডিসেম্বর ডোনাল্ড লু মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানতে তলব করেন। সেখানে তিনি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে জানতে চান এবং উদ্বেগ। বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তার বিষয়টিতে উদ্বেগ জানিয়েছেন লু। এর এক সপ্তাহের মাথায় অবশ্য যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি শেরম্যান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে ঢাকায় দেশটির দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।

প্রসঙ্গত, গত ৩০ বছর যাবৎ যুক্তরাষ্ট্র সরকারের হয়ে পররাষ্ট্র কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ডোনাল্ড লু। ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর (অ্যাসিসটেন্ট সেক্রেটারি) দায়িত্ব পান লু। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রভাবশালী এ কর্মকর্তার নাম বিশেষ আলোচনায় আসে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য থেকে। ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব হারানোর পেছনে লু’কে দায়ী করেছিলেন। ##



 

Show all comments
  • মর্মভেদী ৫ জানুয়ারি, ২০২৩, ৯:১৩ এএম says : 0
    সরকার আবার আগের মতো রাতে ভোট করে ক্ষমতায় আসতে চাই
    Total Reply(0) Reply
  • Kma ahai ৫ জানুয়ারি, ২০২৩, ৯:১০ এএম says : 0
    আপনার এসে কি করবেন ভাই।
    Total Reply(0) Reply
  • Hoque ৫ জানুয়ারি, ২০২৩, ৯:১১ এএম says : 0
    সরকারকে ভালোভাবে বলতে পারেন না যে, দেশে সবার বাক স্বাধীনতা নিশ্চিত করতে। আমরা এ সরকারের অধীনে কোনো নির্বাচন চাই না
    Total Reply(0) Reply
  • Tutul ৫ জানুয়ারি, ২০২৩, ৯:১২ এএম says : 0
    আমরা এ সরকারের অধীনে কোনো নির্বাচন চাই না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ