Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ক্ষতিকর গেম বন্ধ করা হোক

একসময় বিকাল হলেই গ্রামের খেলার মাঠগুলো মেতে উঠতো ছোট ছোট অসংখ্য ছেলে মেয়েদের বিভিন্ন ধরনের গ্রামীণ খেলাধুলা আর আনন্দ আড্ডায়। এখন আর সেই পরিবেশ তেমন দেখা যায় না। কারণ, তাদের হাতে এখন ধরিয়ে দেওয়া হয়েছে স্মার্টফোন। তারা খেলাধুলা ছেড়ে ফোনে ব্যস্ত হয়ে থাকে। গ্রামের অসংখ্য ছেলে আছে যাদের খেলাধুলায় বিকাল কাটানোর কথা ছিল কিন্তু তারা এখন ফ্রি ফায়ার, পাবজি নামক ক্ষতিকর গেমগুলো খেলে সময় পার করছে। এ সকল গেম ছোটদের জন্য খুবই ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। গেমে এত পরিমাণ আসক্ত হয়ে পড়েছে যে তারা এখন পড়তে চায় না, যা তাদের ভবিষ্যতের জন্য স্বরূপ। যে সময় তাদের পদচারণা থাকার কথা ছিল বিদ্যালয়ে, খেলার মাঠে, রাস্তায়সহ সবখানে। সে সময় তাদের পাওয়া যায় ঘরের ছোট্ট এককোণে, কোনো এক গাছের নিচে কয়েকজনকে একসাথে, যারা ফ্রি ফায়ার, পাবজি খেলায় ব্যস্ত থাকে। এর থেকে পরিত্রাণের জন্য অভিভাবকদের কঠোর নজরদারির সাথে সাথে তাদের হাতে এই ফোন না দেওয়া এবং দেশের সর্বস্তরের মানুষের এসকল বিষয়ে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। সেই সাথে এসব গেমকে নিষিদ্ধ করা প্রয়োজন।

মো. খালিদ হাসান
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন