Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শব্দদূষন বন্ধ করুন

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

আমাদের শহরগুলো ঘনবসতিপূর্ণ। অল্প জায়গায় বাস করে অনেক মানুষ। একটা বিল্ডিংয়ের পাশে দাঁড়িয়ে আরেকটা বিল্ডিং। থাকছে অনেক পরিবার। খুব অল্প জায়গায় থাকে হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক, স্কুল-কলেজসহ আরও অনেক প্রয়োজনীয় প্রতিষ্ঠান। সেদিকে নেই কারো খেয়াল। বিয়ে কিংবা জন্মদিন, বিবাহ বার্ষিকী বা সুন্নতে খতনা উচ্চস্বরে সাউন্ড বক্স বাজানোটা যেন হয়ে পড়েছে বাধ্যতামূলক। বাজছে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত। পাশের বাসায় কারো পরীক্ষা, কেউ হয়তো অসুস্থ, সেদিকে তাকানোর সময় নেই কারো। এতে সমস্যায় ভুগছে শিশু থেকে বৃদ্ধ সবাই। নিদ্রাহীনতা, মনযোগের অভাব, শ্রবণ শক্তি হ্রাস আজকাল সাধারণ ঘটনা হয়ে উঠছে। বিয়ে বা অন্য কোনো শুভ ঘটনা উপলক্ষে বাড়িতে আনন্দ হবেই, তবে তা যেন অন্যের ক্ষতি করে না হয়। এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শাহরিয়া আশরাফী স্নিগ্ধা
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন