প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
টিম মিলার পরিচালিত সুপারহিরো অ্যাকশন ফিল্ম ‘ডেডপুল’। এটি মিলারের প্রথম পূর্ণদৈর্ঘ্য ফিল্ম, এর আগে তিনি দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা এবং এনিমেটর হিসেবে কাজ করেছেন।
ওয়েড উইলসন (রায়ান রেনল্ডস) একসময় ছিল স্পেশাল ফোর্সেসের সদস্য, সেখান থেকে সে ভাড়াটে সেনা হিসেবেও কাজ করেছে। এখন সে নিউইয়র্ক শহরে উত্ত্যক্তকারীদের থেকে কিশোরীদের রক্ষা করে নিজের উদ্যোগে। ভ্যানেসা কার্লাইলকে (মোরেনা বাকারিন) বিয়ের প্রস্তাব দেবার পরই সে সংজ্ঞা হারিয়ে ফেলে। পরীক্ষা করে জানা যায়, সে নিরাময়ের অযোগ্য ক্যান্সারে আক্রান্ত। এক গোপন গবেষণা প্রকল্পের রিক্রুটার তাকে তার রোগ সারাবার প্রস্তাব দেয়। প্রথমে নিমরাজি হলেও ওয়েড শেষে রাজি হয়ে যায়। এ বিশেষ সিরাম ইনজেক্ট করা হয় তার শরীরে। মিউটেশনের সূচনা হবার জন্য এনজেল ডাস্ট (জিনা কারেনো) দিনের পর দিন তার ওপর নির্যাতন চালাতে থাকে। গবেষণার রিক্রুটার ও আরেক মিউটেন্ট এজ্যাক্সকে (এড স্ক্রাইন) অপমান করায় সে ওয়েডকে একটি এয়ারটাইট ঘরে আটকে রাখে। ঠিক তখনই তার শরীরে এক বিশেষ ধরনের মিউটেশন ঘটে। সে পরিণত হয় এমন এক মিউটেন্টে যে সেরে উঠতে পারে তাৎক্ষণিকভাবে আর তাকে তাকে হত্যা করা অসম্ভব এক কাজে পরিণত হয়, কিন্তু পাশাপাশি তার চেহারা বিকৃত হয়ে যায়। সে পরিণত হয় ডেডপুলে। সে সেই চেম্বার থেকে বেরিয়ে প্রথমে এজ্যাক্সকে হত্যা করতে উদ্যত হয়। কিন্তু সে তাকে জানায় তার চেহারার বিকৃতি সে সারাতে পারবে। এই সুযোগে তাকে ঘায়েল করে এজ্যাক্স পালিয়ে যায়। তার এখন একমাত্র মিশন এজ্যাক্স আর তার সহযোগীদের ওপর প্রতিশোধ নেয়া। এসময় এক্স-মেনরা তার সঙ্গে যোগাযোগ করে। একসময় তারা তাকে তার মিশনে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়।
হলিউড শীর্ষ পাঁচ
১। ডেডপুল (রায়ান রেনল্ডস, মোরেনা বাকারিন, জিনা কারেনো, এড স্ক্রাইন)
২। কুং ফু পান্ডা থ্রি (এনিমেশন; ভয়েস : জ্যাক ব্ল্যাক, ডাস্টিন হফম্যান, ব্রায়েন ক্র্যানস্টন, জে. কে. সিমন্স)
৩। হাউ টু বি সিঙ্গল ( অ্যালিসন ব্রি, ডেকোটা জনসন, লেসলি ম্যান, ডেমন ওয়েয়ান্স জুনিয়র, রেবেল উইলসন)
৪। জুল্যান্ডার টু (বেন স্টিলার, ওয়েন উইলসন)
৫। দ্য রেভেন্যান্ট (লিওনার্ডো ডিক্যাপ্রিয়ো, টম হার্ডি, ডোনাল গ্লিসন, উইল পোল্টার)
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।