Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ডেডপুল’ সিকুয়েলের প্রস্তুতি শুরু হয়ে গেছে

প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

এই ১২ ফেব্রুয়ারি ‘এক্স-মেন’ সিরিজের স্পিন-অফ ‘ডেডপুল’ মুক্তি পেয়েছে অথচ তার আগে থেকেই এটির সিকুয়েল নির্মাণের প্রস্তুতি শুরু হয়ে গেছে।
হলিউড রিপোর্টার জানিয়েছে ‘ডেডপুল’ ফিল্মটির দুই চিত্রনাট্যকার রেট রিস এবং পল ওয়ারনিক এরই মধ্যে সিকুয়েলে চিত্রনাট্য লিখতে শুরু করে দিয়েছেন।
চলতি পর্বের পরিচালক টিম মিলারকে এখনও সিকুয়েলের সঙ্গে নিশ্চিত করা না গেলেও ফক্স জানিয়েছে তারা বর্তমান পর্বের পুরো ক্রিয়েটিভ টিমকে পরের ফিল্মটিতেও রাখতে চাইছে।
দুই প্রযোজক সায়মন কিনবার্গ এবং টিম মিলার জানিয়েছেন তারা ফক্স স্টুডিওর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।
‘ডেডপুল’ মারভেল কমিক্সের সবচেয়ে অদ্ভুত অ্যান্টি-হিরোর গল্প। সাবেক স্পেশাল ফোর্সেস অপারেটিভ এবং মার্সেনারি ওয়েডের ওপর চরম মিউট্যান্ট গবেষণার ফল হল ডেডপুল। তার আহত হলে সেরে ওঠার ক্ষমতা বিদ্যুৎ গতিসম্পন্ন। এছাড়া লড়বার ক্ষমতাও অতুলনীয়। তার মিশন হল সেই মানুষকে খুঁজে বের করা যে তার জীবনের বিপর্যয়ের জন্য দায়ী।



 

Show all comments
  • test ১৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০২ পিএম says : 0
    test msg
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘ডেডপুল’ সিকুয়েলের প্রস্তুতি শুরু হয়ে গেছে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ