Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

আজ মুক্তি পাচ্ছে অলিকের সিনেমা এক পৃথিবী প্রেম

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: আজ মুক্তি পাচ্ছে এস এ হক অলিকের সিনেমা ‘এক পৃথিবী প্রেম’। অলিকের পরিচালনায় এটি চতুর্থ সিনেমা। এর আগে তিনি হৃদয়ের কথা, আকাশ ছোঁয়া ভালবাসা ও আরো ভালবাসব তোমায় নামে তিনটি সিনেমা নির্মাণ করেন। তিনিটি সিনেমাই দারুণ দর্শকপ্রিয়তা লাভ করে। ফলে অলিকের সিনেমার প্রতি দর্শকের এক ধরনের আগ্রহ বিশেষভাবে গড়ে উঠে। তাদের মধ্যে এ ধারণা সৃষ্টি হয়, অলিকের সিনেমা মানে ভিন্ন ধরনের বিনোদনমূলক উপভোগ্য সিনেমা। তার সিনেমার গান, গল্প, লোকেশন ও নির্মাণশৈলী বিশেষত্বের দাবী রাখে। এবারও তার ব্যতিক্রম হয়নি। অলিক মনে করেন, আমার আগের তিনটি সিনেমার প্রেক্ষাপট ছিল রোমান্টিক, তবে এবারেরটি একেবারে ভিন্ন প্রেক্ষাপটে মানুষের ভালবাসা তুলে আনা হয়েছে। এতে প্রেম, ভালবাসা, মমত্ববোধ, দায়িত্ব ও কর্তব্যবোধের বিষয়টি প্রাধান্য পেয়েছে। ভালবাসা ও প্রেমের ক্ষেত্রভেদে রূপ বদলায়। এক পৃথিবী প্রেম সিনেমাটিতেও তার বিবর্তন ঘটেছে। দর্শকের কাছে চমকের বিষয় হবে, প্রেম-ভালবাসার ভিন্নরূপে প্রকাশ। আমি জোর দিয়ে বলতে পারি, দর্শক সিনেমাটি দেখে আবেগে আপ্লুত হবেন এবং আনন্দে ভাসবেন। কখনো কখনো চোখের পানিও ফেলবেন। সব শেষে আনন্দ নিয়ে ঘরে ফিরবেন। একজোড়া নতুন ছেলে মেয়ে এবং এ টি এম শামসুজ্জামান, সৈয়দ হাসান ইমাম, আবুল হায়াত, আমিরুল হকের মতো গুণী অভিনেতাদের ভিন্ন রূপে উপস্থাপন করার বিষয়টি দর্শককে আনন্দ দেবে। তাদের অভিনয়ে বিমোহিত হবেন। নতুন নায়ক নায়িকা হিসেবে আসিফ নূর ও আইরিন যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। এছাড়া শর্মিলা ঠাকুর, আফজাল শরীফ, সাদেক বাচ্চু, তুষার খান, বিপাশা কবিরের অভিনয় উপভোগ করবেন। অলিক জানান, প্রায় ৪৫টি সিনেমা হলে এক পৃথিবী প্রেম মুক্তি পাচ্ছে। তিনি মনে করেন, অনেক দিন পর দর্শক একটি মনের মতো সিনেমা দেখতে পাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজ

৭ মার্চ, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২৩
৪ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ