বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মৌলভীবাজারের জুড়িতে প্রেমিকার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাজউদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে জুড়ি থানায় অভিযোগ করলে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা নিয়েছে পুলিশ। তারপর ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
তাজউদ্দিনেড় বাড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের মধ্যবটুলি গ্রামে।
জানা যায়, তাজ উদ্দিনের সঙ্গে ওই তরুণীর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। তখন ওই তরুণীর আপত্তিকর ছবি তুলে রাখেন তিনি। একপর্যায়ে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। তারপর তাজ উদ্দিন অন্যত্র বিয়ে করেন। কোনো কারণে ওই যুবক ৪-৫ দিন পূর্বে সাবেক প্রেমিকার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। তারপর ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে শনিবার থানায় অভিযোগ করেন।
জুড়ি থানার ওসি মো মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, মেয়ের বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করলে ওই যুবককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।