Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সোনাইমুড়ী-সেনবাগ ব্রিজ ও রাস্তা চাই

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা ও পৌরসভার অন্তর্গত এলাকা দুশ্বিমপাড়া (কলাবাগান)-কৈইয়া সুরুরাস্তা পাকা ও মেরামতের কাজ আজও হয়নি এবং দুই উপজেলা সীমান্ত এলাকায় সরু ব্রিজ সংস্কার হয়নি। সোনাইমুড়ী উপজেলার ৩নং চাষিরহাট ইউনিয়নের কৈইয়া থেকে সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের পাঁচতুপা সীমান্ত পর্যন্ত রাস্তা। এই রাস্তাটির প্রথম অংশে পাকা করা হয়েছে এবং শেষ অংশে পাকা করা হয়েছে, মধ্য (কৈইয়া এলাকার) নোয়াখালীর দুই উপজেলা সীমান্ত এলাকায় অংশে কাঁচা। নোয়াখালীর-কুমিল্লা মহা-সড়কের দুশ্বিমপাড়া-কলাবাগান থেকে সোনাইমুড়ী উপজেলার ৩নং চাষিরহাট ইউনিয়নের কৈইয়া দিয়ে সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের পাঁচতুপা হয়ে চিলাদি মুন্সি বাড়ি মোড় পর্যন্ত রাস্তাটি পাকা ও ব্রিজ পুনঃনির্মাণ করে দেওয়া হলে অবহেলিত সোনাইমুড়ীর পূর্বাঞ্চল ও ছাতারপাইয়ার জনগণ উপকৃত হবে। এ রাস্তা দিয়ে সহজেই ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী-মাইজদী কোর্ট, কুমিল্লা, তেমুহানী আসা-যাওয়া করা যাবে। এ ব্যাপারে এলজিইডি মন্ত্রণালয়ে প্রতিনিধিদের সরজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।

মো. গিয়াস উদ্দিন গেসু
অর্থ সম্পাদক, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন