Inqilab Logo

সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্ষবরণে ফানুস থেকে যেন আগুন না ছড়ায়

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

গত বছর অর্থাৎ ২০২২ খ্রিস্টীয় নববর্ষ উদ্যাপনে আতশবাজি ফোটানো ও ফানুস উড়ানোর সময় ঢাকাসহ দেশের প্রায় ২০০ স্থানে আগুন লাগার ঘটনা ঘটে। এ আগুন ভয়াবহ আকার ধারণ করার আশঙ্কা ছিলো, যা অগণিত মানুষের জীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারতো। কিন্তু ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টদের কার্যকর তৎপরতার কারণে সেটা হয়নি। যদিও থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উদ্যাপনকে ঘিরে পটকা বা আতশবাজি ফোটানোর ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কিন্তু তা অমান্য করেই পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করার কারণে এমন দুর্ঘটনা ঘটে। তাই, আগামী ২০২৩ খ্রিস্টীয় নববর্ষ উদ্যাপনে এমন দুর্ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে প্রশাসনের নজরদারি ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছি। পাশাপাশি দেশের সকল নাগরিকদেরও এ ব্যাপারে সচেতন থাকার অনুরোধ করছি।

এম. নাজমুল হক চৌধুরী
শিক্ষার্থী, নর্থ সাউথ ইউনিভার্সিটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন