Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

ইছামতি নদীর ওপর সেতু চাই

ওপারে সিরাজগঞ্জ সদর বহুলী ইউনিয়নের দেউজি গ্রাম। এপারে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ডাঙ্গারপাড়া গ্রাম। মাঝখানে ইছামতি নদীর পালবাড়ির খাল। এই ইছামতি নদীর পালবাড়ির খাল দু’ইউনিয়নের দেউজি গ্রাম ও ডাঙ্গারপাড়াসহ আশ-পাশের বেশ কয়েকটি গ্রামকে বিচ্ছিন্ন করে রেখেছে। প্রতিদিন হাজার হাজার মানুষকে বর্ষার সময়ে খেয়া নৌকা আর শুষ্ক মৌসুমে বাসের সাঁকো দিয়ে চলাচল করতে হয়। উক্ত ইছামতি নদীর পালবাড়ির ঘাটে একটা সেতু নির্মাণের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন। এখানে একটা সেতুর জন্য দুই ইউনিয়েনর হাজারো মানুষকে অবর্ণীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। সিরাজগঞ্জ সদর বহুলী ইউনিয়ন ও একই জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়ন পাশাপাশি হওয়ায় আলোমপুর, কালিদাসগাতী ও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে থাকে। তাছাড়া দেউজি গ্রামের কেউ মারা গেলে ডাঙ্গারপাড়া কবরস্থানে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় এই বাঁশের সাঁকো অথবা খেয়া নৌকায়। বিশেষ করে রাতের বেলায় চলাচল করা তো আরো কঠিন হয়ে যায়। প্রতিদিন দেউজি গ্রামসহ আশপাশের হাজারো মানুষ ইছামতি নদীর পালবাড়ি খাল পাড় হয়ে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন হাট-বাজারে যাচ্ছে। তাছাড়া জেলা সদর দেউজি গ্রাম থেকে রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী বাজার বেশি দূরে নয়। তাই দেউজি গ্রামসহ আশপাশের কয়েক গ্রামের মানুষ হাটপাঙ্গাসীতেই বাজার থেকে শুরু করে শিক্ষা-চিকিৎসা সেবা নিয়ে থাকেন। তাছাড়া এসব মানুষের অনেক ব্যবসা প্রতিষ্ঠানও গড়ে উঠেছে হাটপাঙ্গাসী বাজারে। এই দেউজি গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষকে প্রতিদিনই ব্যবসা, চিকিৎসা ও শিক্ষাসহ নানা কাজে ও আত্মীয়তার কারণে উপজেলার হাটপাঙ্গাসী বাজারে আসতে হয়। এমতাবস্থায় উপজেলার ডাঙ্গারপাড়া পালবাড়ি এলাকার ইছামতি নদীর ওপর একটা সেতু নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

মো. মোকাদ্দেস হোসাইন
রায়গঞ্জ, সিরাজগঞ্জ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন