Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেঞ্চুরিতে সবাইকে ছাড়িয়ে তুষার ইমরান

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আশরাফুল, অলক কাপালীর সঙ্গে ২০০০-২০০১ মৌসুমে জাতীয় ক্রিকেট লীগ দিয়ে শুরু করেছিলেন তুষার ইমরান প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ার। বয়সেও এই তিনজন কাছাকাছি, ৭ মাসের ছোট-বড়। বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে গত পরশু পর্যন্ত সেঞ্চুরির সংখ্যায়ও ছিলেন তারা যৌথভাবে শীর্ষে (১৮টি)। তবে ৯ বছর আগে জাতীয় দলের জার্সি খুলে ফেলা তুষার ইমরান প্রথম শ্রেণির ক্রিকেটে রানে সবাইকে ছাড়িয়ে যাওয়া তুষার ইমরান (৮৪৪৮ রান) গতকাল সেঞ্চুরির সংখ্যায়ও ছাড়িয়ে গেছেন সবাইকে। ৩৩তম জন্মদিন উদ্যাপনের একদিন পর ১৯তম সেঞ্চুরিতে আশরাফুল, অলক কাপালীকে গেলেন ছাড়িয়ে তুষার ইমরান।
বিকেএসপিতে বরিশাল বিভাগের বিপক্ষে প্রথম দিন শেষে ১৫ রানে ছিলেন ব্যাটিংয়ে। ২৫৪ মিনিটের ইনিংসে সেঞ্চুরি পেয়েই ফিরেছেন ড্রেসিং রুমে। ১৯১ বলে ১২ চার ১ ছক্কায় ১০৮ রানের ইনিংস শেষে থেমেছেন বাঁ-হাতি স্পিনার মুনীরের বলে বোল্ড আউট হয়ে থেমেছেন তুষার ইমরান। ৫ দিন আগে ২৪তম জন্মদিন উদযাপন করা এনামুল বিজয় এদিন করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ তম সেঞ্চুরি (১৩৬)। ৩য় উইকেট জুটিতে তুষার ইমরান-এনামুল হক বিজয়ের ২১৭ রানে প্রথম ইনিংসে বরিশালের বিপক্ষে কাঁটায় কাঁটায় ২০০ রানের লিড নিয়েছে খুলনা। খুলনার এই দুই ক্রিকেটারের কৃতীর দিনে বরিশালের বাঁ-হাতি স্পিনার মুনীর প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ম বারের মতো  ইনিংসে ৫ উইকেটের মুখ দেখেছেন (৬/৬৬)। তবে ইনিংস হার এড়াতে এখনো বরিশালের দরকার ১৯১ রান।
এদিকে ফতুল্লায় ঢাকা মেট্রো-ঢাকা বিভাগের ম্যাচটি উঠেছে জমে। ফতুল্লায়  প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ছিল বোলারদের দাপট। দু’দিনেই নামতা গুনে ১২টি উইকেটের পতন হয়েছে।  ঢাকা মেট্রোর ১৬৬’র জবাব দিয়ে দ্বিতীয় দিনে ২১ রানের লিড নিয়ে ম্যাচের কর্তৃত্ব হাতে নিতে পেরেছে ঢাকা বিভাগ। দ্বিতীয় দিনের শেষ সেশনে ২ পেস বোলার শরীফ(২/২), রাজিবের (২/১৩) বোলিংয়ে ঢাকা মেট্রো পড়েছে চাপের মুখে (২৭/৪)। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামেও রাজশাহী-সিলেটের ম্যাচে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। রাজশাহীর ২০৪’র জবাবে প্রথম ইনিংসে ১৫ রানের লিড নিয়েছে সিলেট। তা সম্ভব হয়েছে টেল এন্ডার আবুল হাসান রাজুর ফিফটিতে (৭২ বলে ১২ বাউন্ডারিতে ৫৯)।  সিলেটের পেস বোলার রাহির বোলিংয়ের (৬/৪৮) জবাব দিয়েছেন এদিন রাজশাহীর পেস বোলার ফরহাদ রেজা (৫/৯১)। দ্বিতীয় দিন শেষে ৭৭ রানে এগিয়ে আছে রাজশাহী (স্কোর ৯২/৩)।
সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠানরত ম্যাচে প্রথম দিনে ৩১৫/৭ স্কোরে বড় স্কোরের অভাস দিয়েছিল রংপুর। প্রথম দিন শেষে ৬২ রানে ব্যাটিংয়ে থাকা রংপুরের লেট অর্ডার সোহরাওয়ার্দি শুভ  প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরি উদযাপন করেছেন এদিন। প্রথম দিনে ৬ রানে অবিচ্ছিন্ন থাকা টেল এন্ডার আলাউদ্দিন বাবু করেছেন ফিফটি (৬৪)। ৮ম উইকেট জুটিতে তাদের ১৩০ রানে ৪৫০/১০ এ থেমেছে রংপুরের প্রথম ইনিংস। ব্যাটিং ফ্রেন্ডলী উইকেটে দ্বিতীয় দিন শেষে চট্টগ্রামের স্কোর ৮২/২।

স ং ক্ষি প্ত স্কো র
ঢাকা মেট্রো-ঢাকা বিভাগ
ঢাকা মেট্রো ১ম ইনিংস : ১৬৬/১০ (৭৭.১ ওভারে), সাদমান অনীক ৪৭, আশরাফুল ৩৯, মেহরাব জুনি. ২২, মো: শরীফ ৪/৩৫, নাজমুল ইসলাম ৩/৪৬, শাহাদত রাজিব ১/৩৭, দেওয়ান সাব্বির ১/১৯, মিনহাজ খান ১/১৩।
ঢাকা বিভাগ ১ম ইনিংস : ১৮৬/১০, ৬৩.০ ওভারে (১ম দিন শেষে  ১৯/২, ৬.২ ওভারে), মিনহাজ ৪৩, জাহিদুজ্জামান ৩২, শরীফ ২৭, শহিদুল ৩/৪৪, আশরাফুল ৩/৪৭।
ঢাকা মেট্রো ২য় ইনিংস : ২৭/৪ (১৭.২ওভারে), সাদমান অনীক ১৪, শরীফ ২/২, শাহাদত রাজিব ২/১৩।
বরিশাল-খুলনা
বরিশাল ১ম ইনিংস : ১৭১/১০ (৬০.৪ ওভারে), ফজলে রাব্বী ৯৫, শাহিন ১৮, শাহরিয়ার ১০, সালমান ১০, আল আমিন ২/৪০, জিয়াউর ৩/২৯, আশিকুর ৩/৩৩, বিশ্বনাথ হালদার ২/২৮।
খুলনা ১ম ইনিংস : ৩৭১/১০,১০২ ওভারে (১ম দিন শেষে ১০১/১, ২০.০ ওভারে, মেহেদী হাসান ৫৫ ব্যাটিং, এনামুল বিজয় ১৫ ব্যাটিং), মেহেদী ৫৭, হাসানুজ্জামান ২৩, এনামুল বিজয় ১৩৬, তুষার ইমরান ১০৮, সালমান ২/৬৮, মুনীর হোসেন ৬/৬৬।
বরিশাল ২য় ইনিংস : ১০/০(২.১ ওভারে), শাহরিয়ার নাফিস ৪ (ব্যাটিং), আবু সায়েম ৫ (ব্যাটিং)।
রংপুর-চট্টগ্রাম
রংপুর ১ম ইনিংস :  ৪৫০/১০, ১০৮.০ ওভারে, (১ম দিন শেষে ৩১৫/৭,৭৬.০ ওভারে, সোহরাওয়ার্দি শুভ ৬২ ব্যাটিং), লিটন দাস ৭৩, আরিফুল ৫২, সোহরাওয়ার্দী শুভ ১২১, আলাউদ্দিন বাবু ৬৪, সাইফউদ্দিন ৪/৯৩, হোসেন আলী ৩/৭৭।
চট্টগ্রাম ১ম ইনিংস : ৮২/২ ( ৩২.০ ওভারে), অভিষেক মিত্র ২৮, পিনাক ঘোষ ১৮, তাসামুল ১১ (ব্যাটিং), ইরফান শুকুর ২৪ (ব্যাটিং), সাদ্দাম ২/১৬।
রাজশাহী-সিলেট
রাজশাহী ১ম ইনিংস : ২০৪/১০ (৬৫.৫ ওভারে), মিজানুর ৩২, জুনায়েদ ২৬, ফরহাদ ৩৫, জহুরুল ১২, হামিদুল ২১, ফরহাদ রেজা ১৬, সানজামুল ২০, মোক্তার আলী ২৯, আবু জায়েদ রাহি ৬/৪৮।
সিলেট ১ম ইনিংস : ২১৯/১০,৭২.১ওভারে, (১ম দিন শেষে ৪৩/২,১৫.০ ওভারে), সায়েম ৩৬, অলক কাপালী ৪০, রোমান ৪১, আবুল হাসান রাজু ৫৯*, ফরহাদ রেজা ৫/৯১,মামুন ৩/৪৭।
রাজশাহী ২য় ইনিংস : ৯২/৩(২০.০ ওভারে), মাইশুকুর ৩৮, জুনায়েদ ৪২ (ব্যাটিং), রাহি ১/২৪, শাহানুর ১/৯।



 

Show all comments
  • খোরশেদ ২২ ডিসেম্বর, ২০১৬, ২:৩৭ এএম says : 0
    তাকে জাতীয় দলে দেখতে চাই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ