Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাড়ছে ম্যাচ ফি : হোম সিরিজের মধ্যে জাতীয় ক্রিকেট লীগ!

প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আগামী ২০ সেপেম্বর থেকে মাঠে গড়ানোর কথা ছিল বিসিএল। তবে বিসিএল আয়োজনের ঘোষণা দিয়ে আফগানিস্তান দলকে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে আমন্ত্রণ জানানোয় জাতীয় দলের ক্রিকেটারহীন আসর পরিণত হবে বলে আপত্তিটা উঠেছে ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের আপত্তিতে ফ্রাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণীর ক্রিকেট আসর বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) হয়েছে স্থগিত। তবে বিসিএল স্থগিত হলেও বসে নেই টুর্নামেন্ট কমিটি। জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া যাবে না, তা জেনেই আসন্ন হোম সিরিজের মধ্যেই জাতীয় ক্রিকেট লীগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এই কমিটি। বিসিবি’র অর্থায়নে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দ্বি-স্তর বিশিষ্ট জাতীয় লীগ গড়াচ্ছে মাঠে। গতকাল টুর্নামেন্ট কমিটির সভায় কমিটির চেয়ারম্যান সাইফুল আলম স্বপন এ তথ্যই দিয়েছেন। এবার জাতীয় লীগে বাড়ছে ক্রিকেটারদের ম্যাচ ফি। ২২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজারে উন্নীত করার প্রস্তাব দিয়েছে টুর্নামেন্ট কমিটি। তবে দৈনিক ভাতা এবং প্রাইজমানি থাকছে অপরিবর্তিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাড়ছে ম্যাচ ফি : হোম সিরিজের মধ্যে জাতীয় ক্রিকেট লীগ!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ