Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিলিকের প্রেমও টিকল না

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২২, ১১:১৮ এএম

ভারতীয় বাংলা সিরিয়াল ‘মা’তে অভিনয় করে দুই বাংলার দর্শকের মন জয় করে নিয়েছিলেন তিথি বসু। যদিও তার চরিত্রের নাম ছিল ঝিলিক। সেই নামেই পরিচিত তিনি। সেই ঝিলিক এখন আর ছোট নেই।

পরিণত বয়সে তিথি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ক্রিকেটার দেবায়ুধের সঙ্গে। বিয়ে করবেন বলে ঠিকঠাক করে ফেলেছিলেন। কিন্তু সেটা আর হচ্ছে না। চার বছরের সম্পর্কের ইতি টানলেন তারা।

গেল ২৪ ডিসেম্বর ছিল তিথির জন্মদিন। এর ঠিক পরের দিন বিচ্ছেদের খবর জানালেন তিনি। সামাজিক মাধ্যমে এ অভিনেত্রী লেখেন, ‘আমি আর দেবায়ুধ মিলে এই সম্পর্কটাকে আর না এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বিচ্ছেদের কারণ জানতে চাইলে ভারতীয় গণমাধ্যমকে তিথি বলেন, ‘আমাদের সব ঠিকই ছিল। কিন্তু সম্পর্কের মধ্যে যখন পরিবার ভীষণভাবে হস্তক্ষেপ করা শুরু করে তখনই সব ঘেঁটে যায়। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। এবারে বিষয়টা খুব খারাপ একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। তাই আর ঠিক হওয়ার নয় এই সম্পর্কটা।’

জানা গেছে, একই কলেজে মনস্তস্ত্ব নিয়ে পড়াশোনা করেছেন তিথি-দেবায়ুধ। একসঙ্গে একটি ইউটিউব চ্যানেলও খুলেছেন তারা। মাঝেমাঝেই বাইক নিয়ে বেরিয়ে পড়তেন ঘুরতে। নিজেদের চ্যানেলে সেইসব ভিডিও প্রকাশ করতেন। এখন সবটাই আলাদা। আর এই সম্পর্ক জোড়া লাগার নয়, এমনটাই বক্তব্য তিথির। পড়াশোনা শেষ। দেবায়ুধ আপাতত ব্যস্ত নিজের ক্রিকেট নিয়ে। তিথি আবারও পর্দায় ফিরতে চান। চলছে তারই প্রস্তুতি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝিলিক

২৬ ডিসেম্বর, ২০২২
২৩ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ