প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সঙ্গীতশিল্পী ঝিলিকের কণ্ঠের মিষ্টি সুরে শ্রোতারা বরাবরই মুগ্ধ হন। তবে তার এ কণ্ঠ যথাযথভাবে কাজে লাগানো হচ্ছে না বলে অনেকে মনে করেন। যথাযথভাবে কাজে লাগানো গেলে তার কাছ থেকে আরও অনেক হৃদয়গ্রাহী গান পাওয়া যেত। তবে নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ঠ ঝিলিক। ঝিলিক বলেন, আলহামদুলিল্লাহ একজন সঙ্গীতশিল্পী হিসেবে আমার অবস্থান নিয়ে আমি সন্তুষ্ট। আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন, তাই নিয়েই আমি খুশী। সবচেয়ে বড় কথা, শ্রোতারা আমার গান পছন্দ করছেন, তাদের ভালোলাগা প্রকাশ করছেন, এটাই আনন্দের বিষয়। আরেকটি কথা না বললেই নয়, গত বছর আমাদের দেশের গর্ব শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম আমার গায়কীর প্রশংসা করেছিলেন, এটা ছিলো আমার সঙ্গীত জীবনের অনেক বড় প্রাপ্তি। এটাই বা এক জীবনে কম কি! তিনি আমাকে দোয়া করেছেন। এতে আরো ভালো গান গাওয়ার অনুপ্রেরণা পেয়েছি। আমি কখনোই হতাশ হইনা, আমি বিশ্বাস করি, সামনে আমি আরো ভালো করতে পারবো।’ এদিকে ঝিলিক এখন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে মিল্টন খন্দকারের সুরে ও বায়েজীদ খুরশীদ রিয়াজের লেখা ‘ভালোবাসার বদলে’, জামাল হোসেনের লেখা ও খালেদ মুন্নার সুরে ‘খুলে রেখেছি আমি’, রাজিয়া সুলতানার লেখা ও বিনোদের সুরে ‘জানি আমাকে কেউ একা করে’, প্লাবন কোরেশীর লেখা ও সুরে একটি সিনেমার গান, সোহেলের লেখা ও মানাম আহমেদ’র সুরে আদমশুমারির গানসহ আরও বেশ কয়েকটি গান গেয়েছেন। গানগুলো শিঘ্রই প্রকাশিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।