পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
জীবনের নিরাপত্তা পাওয়া সাংবিধানিক অধিকার এবং সুরক্ষা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। যদি সড়কে থাকে সে জীবন নিয়ে শঙ্কা, তাহলে সেটির সুরক্ষা দেবে কে? কান্দিরপাড় ও টমচম ব্রিজ কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র। এখানে সুরু রাস্তা, ফুটপাত দখল, অতিরিক্ত যানবাহন এবং সর্বোপরি রাস্তায় সাধারণ মানুষের ভিড় ও রাস্তা পারাপারে যানচলাচলে ব্যাহত হওয়ায় দিনের পর দিন বাড়ছে দীর্ঘ যানজট। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে, এই দুই জায়গায় নেই কোনো ফুটওভার ব্রিজ। কাজেই নিয়মিত মানুষকে রাস্তার মধ্যে দিয়ে পারাপার করতে হয়। সে কারণেই এ দুটি স্থানে দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলছে। তাই, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রতি অনুরোধ, এখানে ফুটওভার ব্রিজ প্রতিস্থাপন করে মানুষের জীবন বাঁচাতে সহযোগিতা করুন।
মোহাম্মদ আল-আমিন
শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।