Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিদেশি জাহাজের চুরি যাওয়া মেশিনারি পণ্যসহ আটক ৩

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২২, ৮:২৭ পিএম

মোংলায় বিদেশি জাহাজ থেকে চুরি যাওয়া মেশিনারি পণ্য ও দেশিয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছেন কোস্টগার্ড। শুক্রবার (২৩ ডিসেম্বর) পশুর নদীর জয়মনি ঠোটা এলাকা থেকে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন অফিসার লে. কমান্ডার শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় একটি ট্রলারের গতিবিধি সন্দেহ হলে সেটির গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে ২২ বক্স গোল্ডেন ব্রিজ ওয়েলডিং মেটারিয়াল, ৯টি মেটালিক ফ্যান লোবার, ১০টি জয়েন্ট বুশ, নগদ এক লাখ ৩২ হাজার ১৬০ টাকা, ইয়াবা সেবনের ফয়েল পেপার ও কয়েক ধরনের দেশিয় অস্ত্র জব্দ করা হয়। এ সময় ট্রলারে থাকা মো. আল আমিন (৩৪), মো. আশিক (৩২) ও মো. আরিফকে (৩০) আটক করা হয়। জব্দকৃত মালামালসহ তাদের পুলিশে হস্তান্তর করা হয়।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মামলার পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ