Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীলফামারীতে জামায়াতে ইসলামীর নায়েবে আমীরসহ ৮ জন আটক

নীলফামারী সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২২, ৩:০১ পিএম

নীলফামারীর সদর উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর ও ইউনিয়ন আমীরসহ মোট ৮ জন নেতাকর্মীকে আটক করেছে নীলফামারী পুলিশ।

আটককৃতরা হলেন, জামায়াতের জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, সদর উপজেলা ইউনিট সদস্য আব্দুল হান্নান, কচুকাটা ইউনিয়ন আমীর ও ইউপি সদস্য আব্দুল হাইসহ একই ইউনিয়নের নুরুল হুদা, ইসমাইল হোসেন, আতিয়ার রহমান আকালু এবং লোকমান হোসেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
সংগঠনটির জেলা অন্য আরেক নায়েবে আমীর গ্রেফতারের ঘটনা নিশ্চিত করে বলেন, সদর উপজেলা কুখাপাড়া গ্রাম থেকে ড. খায়রুল আনাম এবং উপজেলার কচুকাটা ইউনিয়নের দুহুলী এলাকা হতে ৬জনকে আজ রাত ২.৩০ মি. থেকে ৩টার দিকে গ্রেফতার করেন পুলিশ। আটকৃতদের মধ্যে অনেক সাধারণ খেটে খাওয়া মানুষ।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রউপ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করার প্রতিবাদে নাশকতামূলক পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ