Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোট গাইড টেস্ট পেপার

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২২, ১২:০২ এএম

মোটা ডোনেশনের মাধ্যেমে বিভিন্ন কোম্পানি বিভিন্ন স্কুলে গাইডবই, নোটবই, এসএসসি টেস্ট পেপারস দিয়ে থাকে। এই বইগুলোর দাম কোম্পানিগুলো এত বেশি লিখে রাখে, যাতে ওই ডোনেশনের টাকাগুলো তাদের এমনিতেই উঠে যায়। স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের বাধ্য করে বইগুলো ক্রয় করার জন্য। বিভিন্ন পরীক্ষায় গাইড বই থেকে হুবাহুব প্রশ্ন করা হয়, যার ফলে শিক্ষার্থীরা ওইসব বই কিনতে বাধ্য হয়। গ্রামের গরিব মানুষগুলো দু’বেলা ভাত খেয়েই বাচঁতে কষ্ট হয়, সেখানে ৬ষ্ঠ শ্রেণির বাচ্চাদের কীভাবে ১৫০০ থেকে ২৫০০ টাকা দিয়ে বই কিনে দেবে? ৩৩ বছর ইংরেজি শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছি বিভিন্ন স্কুলে। কখনও সহকারী শিক্ষক কখনও সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেছি। কাজেই বাংলাদেশের খুব কম গ্রামার বই-ই আছে যেটা আমি পড়িনি। সব গ্রামার বইয়ের লেখার নিয়ম একই। দু’ একটি বই-এ দুই একটি নিয়ম ভিন্নভাবে পাওয়া যায়। কাজেই কোনো গ্রামার বই নির্দিষ্ট করে পাঠ্য করা উচিৎ নয়। শিক্ষার্থী যে বই কম দামে কিনতে পারবে সেটাই সে কিনবে। এর ফলে শিক্ষকও বিভিন্ন বই পড়ে জ্ঞান অর্জন করেতে পারবে। সব কোম্পানির এসএসসি টেস্ট পেপার একই। টেস্ট পেপারে ভালো মন্দ বলতে কিছু নেই। সব টেস্ট পেপার একই মানের। যে শিক্ষার্থীর কাছে যে টেস্ট পেপার পছন্দ হয় সে সেটাই কিনবে। সর্বোপরি সরকারিভাবে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত গ্রামার বই দেওয়া হয় বিনামূল্যে। সেই বইগুলো অনেক স্কুলের ক্লাশে পড়ানো হয় না। তাই, এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারি বাড়ানো উচিত।

মো. আতিকুর রহমান খান
সাবেক সহকারী প্রধান শিক্ষক
উজান গোবিন্দী বিনাইরচর উচ্চ বিদ্যালয়
দুপ্তারা, আড়াইহাজার, নারায়ণগঞ্জ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন