Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজ্ঞানের বিস্ময়কর উন্নতি

সরদার সিরাজ | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, যা রাশিয়া বনাম মার্কিন নেতৃত্বাধীন বলয়ের যুদ্ধে পরিণত হয়েছে। এ সর্বনাশা কর্মে বিশ্বের প্রায় সব ক্ষেত্রেই ব্যাপক ওলট-পালট হয়েছে। চরম অধোগতি চলছে বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের আবিষ্কারের অগ্রগতি থেমে নেই। তাদের অক্লান্ত ও নিরলস পরিশ্রম এবং সাধনার প্রেক্ষিতে একের পর এক বিস্ময়কর তথা কল্পনাতীত আবিষ্কার হচ্ছে। উপরন্তু বিজ্ঞানীদের প্রচেষ্টায় মহাকাশে গমন এবং চাঁদে-মঙ্গলে বসবাসের উপযোগিতার প্রচেষ্টা চলছে। বিজ্ঞান ও প্রযুক্তির সাম্প্রতিক উন্নতির কিছু উদাহরণ হচ্ছে: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, কানাডার গ্লোবাল ইন্সটিটিউট ফর ফুড সিকিউরিটি, ন্যাশনাল রিসার্চ কাউন্সিল, কানাডা ও ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার বিজ্ঞানীরা যৌথ গবেষণার মাধ্যমে বাংলাদেশের বারোমাসি একটি কাঁঠালের জীবনরহস্য উন্মোচন করেছেন, যার জিনোম আকার ১.০৪ গিগাবেজ পেয়ারস। এটা কাঁঠালের মলিকুলর ব্রিডিংয়ে সহায়ক হবে। বাংলাদেশের ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা মানব রোবট তৈরি করেছে, যা কথা বলতে, হাঁটতে ও কাজ করতে পারে। এর নাম দেওয়া হয়েছে রিকো। এটা তৈরিতে ব্যয় হয়েছে প্রায় ১ লাখ টাকা। এর আগেও তারা অ্যাগ্রো রোবট ও ভেন্ডিং মেশিন উদ্ভাবন করেছে, যা জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে। ইংল্যান্ডের সারে বিশ্ববিদ্যালয়ের এক গবেষক পানিকে প্লাস্টিক কণা মুক্ত করার রোবট তৈরি করেছেন, যার নাম দিয়েছেন গিলবার্ট। মাছের আকারে এই রোবটকে পানিতে ছেড়ে দিলে মাইক্রো প্লাস্টিককে গিলে নিয়ে শুদ্ধ পানি পেট থেকে ছেঁকে বের করে দেবে। রোবট হলেও যান্ত্রিক কানকো আছে তার শরীরে। সেই কানকোর ছাঁকনিতেই মাইক্রো প্লাস্টিক ছেঁকে পানি পরিস্রুত করে। এটি পানিতে ছেড়ে দিলে সাঁতরাতেও পারে। সম্প্রতি রোবটদের একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরার শিরোপা পেয়েছে গিলবার্ট। যুক্তরাজ্যের গবেষকরা পরীক্ষাগারে কৃত্রিম উপায়ে রক্ত তৈরি করেছেন, যা বিশ্বে প্রথম। এই রক্ত দুই ব্যক্তির শরীরে দেওয়া হয়েছে। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক অ্যাশলি টয় বলেন, কিছুরক্তের গ্রুপ এতটাই বিরল যে, পুরো যুক্তরাজ্যে মাত্র ১০ জনের মতো ব্যক্তি তা দিতে পারেন। এই গবেষণা সফল হলে যাদের রক্তের গ্রুপ বিরল, রক্তদাতার অভাবে তাদের আর প্রাণ হারাতে হবে না।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহমুদুর রহমান স্বল্প খরচে প্লাস্টিক ও পলিথিন থেকে জ্বালানি তেল ও গ্যাস উৎপন্ন করেছেন। তিনি বলেছেন, ‘ক্যাটালিস্ট অনুঘটকের মাধ্যমে পাইরোলাইসিস পদ্ধতিতে প্লাস্টিক ও পলিথিন থেকে জ্বালানি তেল ও গ্যাস উৎপন্ন হয়। প্রথমে মাটি থেকে সিলিকা অ্যালুমিনা ভেঙে ক্যাটালিস্ট তৈরি করা হয়েছে। সেই ক্যাটালিস্ট দিয়ে প্লাস্টিককে ভেঙে ডিজেল, পেট্রোল, কেরোসিন জাতীয় জ্বালানি তেল তৈরি করা হয়েছে। এসব জ্বালানি তেল দিয়ে ছোট, মাঝারিসহ নৌকার ইঞ্জিন চালানো এবং জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। ইংল্যান্ডের টেলফোর্ড শহরে প্রায় ছয় ফুট লম্বা একটি রাস্তা তৈরি করা হয়েছে, যা দিয়ে কিছুক্ষণ হাঁটলে বিদ্যুৎ তৈরি হয়। এই রাস্তার নাম দেওয়া হয়েছে, পাওয়ার পথ। একজন ব্যক্তি হেঁটে কতটা বিদ্যুৎ তৈরি করতে পারলেন, তার হিসাবও দেখা যাবে। দুবাই ও হংকংয়ের কিছু রাস্তায়ও এটা করা হচ্ছে। নাসার ‘আর্টেমিস-১’ মিশনের যাত্রীবিহীন মহাকাশযান ‘ওরিয়ন’ চাঁদে পাঠানো হয়েছে গত ১৬ নভেম্বর, যার মূল লক্ষ্য, চাঁদের মাটিতে নামার জন্য সম্ভাব্য ‘ল্যান্ডিং সাইট’গুলো চিহ্নিত করা। গত ২১ নভেম্বর সফলভাবে চাঁদের চারপাশ অতিক্রম করেছে। চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে দ্রুত গতি অর্জন করে ‘ওরিয়ন’ চাঁদের চারপাশ থেকে আরও দূরের কক্ষপথে তথা পৃথিবী থেকে প্রায় ৪ লাখ কিলোমিটার দূরত্বে পৌঁছেছে গত ২৬ নভেম্বর। এই অভিযান সফল হলে চাঁদে পাড়ি দেবে মানুষ। নাসার ফ্লাইট পরিচালক জেবুলন স্কোভিলে বলেছেন, ‘আমরা কয়েক বছরের মধ্যেই মানুষকে চাঁদে নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। ভারতে একটি কোম্পানি স্তন ক্যান্সার পরীক্ষার নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছে। থার্মাল ইমেজিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই পরীক্ষা চালানো হয়। এতে খরচও পড়ে কম। তাই সেখানে অনেকেই এখন নতুন এই প্রযুক্তির সাহায্যে স্তনের পরীক্ষা করাচ্ছে। বিশ্বে প্রথমবারে মতো বিমানের ইঞ্জিনে জ্বালানি হিসেবে হাইড্রোজেন ব্যবহারের সফল পরীক্ষা চালিয়েছে ‘ইজি জেট’ ও রোলসরয়েস। চীন নিজস্ব মহাকাশ স্টেশন তিয়াংগংয়ে তিন নভোচারী পাঠিয়েছে গত ২৯ নভেম্বর। সেখানে ছয় মাস থাকার পর তাঁরা ফিরে এলে আবার নতুন নভোচারীদের সেখানে পাঠানো হবে। এই মহাকাশ স্টেশন চলতি বছরেই চালু হবে। এর পর দেশটি প্রতি বছর দু’বার করে সেখানে নভোচারী পাঠাতে পারবে। এর আগে চীন মঙ্গল ও চাঁদে রোবোটিক রোভার পাঠিয়েছে। নাসার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস আগে থেকেই চালু রয়েছে। নতুন ফুয়েল সেল ইঞ্জিন তৈরি করছে এয়ারবাস। ২০৩৫ সালের মধ্যে হাইড্রোজেন চালিত বাণিজ্যিক উড়োজাহাজ বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। চীনের মহাকাশ কেন্দ্রের তৃতীয় দফার মহাকাশ বৈজ্ঞানিক পরীক্ষামূলক নমুনা শেনচৌ-১৪নং মহাকাশযানে করে পৃথিবীতে এসেছে গত ৪ ডিসেম্বর, যার মধ্যে রয়েছে চালসহ নানা পরীক্ষামূলক বিষয়। চালের বীজ ১২০ দিন ধরে মহাকাশ স্টেশনে ছিল এবং তা অব্যাহতভাবে বেড়েছে, যা এ খাতে প্রথম সফল পরীক্ষা। যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিকের গবেষকরা সম্প্রতি বলেছেন, সেনোলাইটিক ঘরানার ওষুধ মানবদেহের একটি মূল প্রোটিনকে বাড়িয়ে তুলতে পারে, যা মানুষকে বার্ধক্য ও বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে পারে। ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে, এ-ক্লোথোর হ্রাসের আয়ু ছোট করেছে এবং এ-ক্লোথোর বৃদ্ধি আয়ুকে ৩০% বৃদ্ধি করেছে। সংস্থার ফিজিওলজিস্ট ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার ই ঝু বলেছেন, সেনোলাইটিক্স মৌখিকভাবে সেবন করা যায়। পেঁয়াজ, খোসাযুক্ত আপেল, টক ফল ও পার্সলি খেয়ে শরীরে কোয়ারসেটিন গ্রহণের পরিমাণ বাড়ানো যেতে পারে। বিশ্বে কমবেশি সাত হাজারের বেশি ভাষা প্রচলিত রয়েছে। অঞ্চলভেদে যার প্রতি ১০টির মধ্যে চারটির কোনো নির্দিষ্ট লিখিত রূপ নেই। এসব ভাষা বর্তমান সময়ের উন্নত মেশিন লার্নিং ট্রান্সলেশন সিস্টেমের জন্য ক্ষতিকর। তবে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত ট্রান্সলেটর এসব ভাষাও অনুবাদ করতে পারবে। গত অক্টোবরে এক ব্লগ পোস্টে মেটা নতুন এআইয়ের ঘোষণা দিয়ে এটিকে লিখিত রূপ নেই এমন ভাষার জন্য বিশ্বের প্রথম এআইনির্ভর অনুবাদ ব্যবস্থা হিসেবে উল্লেখ করেছে। ভবিষ্যতে এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন মেটা প্রধান মার্ক জাকারবার্গ।

সম্প্রতি বিজ্ঞানীরা নতুন একটি গ্রহ আবিষ্কার করেছেন, যার নাম এইচডি ১১৪০৮২বি। এই নব আবিষ্কৃত গ্রহটির আকার পৃথিবীর প্রায় দ্বিগুণ। গ্রহটি প্রায় ৩০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। এর বয়স মাত্র দেড় কোটি বছর, যা একটি তরুণ গ্রহের বয়সের দুই-তিন গুণ বেশি। এর ভর বৃহস্পতির থেকে আট গুণ বেশি। ইস্ট চায়না নর্মাল ইউনিভার্সিটির স্কুল অব জিওগ্রাফিক সায়েন্সেসের গবেষকরা বিগ ডেটা ব্যবহার করে বিশ্বে এই প্রথমবারের মতো মাটির মেটাজেনোমিক্স থেকে এর অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিনের মানচিত্র তৈরি করেছেন। সাম্প্রতিক দশকগুলোতে এই জিনগুলোকে ‘নতুন দূষণকারী’ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এই আবিষ্কার মাটির এআরজি নিয়ন্ত্রণ এবং তাদের প্রভাব প্রশমিত করার প্রচেষ্টাকে সহায়তা করতে পারে। ‘বেস এডিটিং’ পদ্ধতিতে রোগীর রক্তের ক্যানসার নিরাময় করেছেন যুক্তরাজ্যের গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালের চিকিৎসকেরা। ‘বেস এডিটিং’ হচ্ছে, এই পদ্ধতিতে কোষের জিনগত পরিবর্তন ঘটিয়ে সেগুলো রোগীর দেহের ক্যান্সার সেলগুলোকে টার্গেট করে আক্রমণ চালায় এবং ভালো কোষের ক্ষতি না করেই সেগুলোকে নির্মূল করে সেখানে ভালো কোষ প্রতিস্থাপন করা। জাপানের বেসরকারি প্রতিষ্ঠান আইস্পেসের হাকুতো-আর চাঁদের উদ্দেশ্যে একটি মহাকাশযান পাঠিয়েছে গত ১১ ডিসেম্বর। এটি আগামী এপ্রিলে চাঁদে অবতরণ করবে। আই স্পেসের মূল লক্ষ্য ২০৪০ সালের মধ্যে একটি স্থায়ী ‘চন্দ্র-উপনিবেশ’ নির্মাণ করা। নাসার নভোযান অরিয়ন ২৬ দিন চাঁদের চারিদিকে ২০ লাখ কিলোমিটার পথ ঘুরে ৪০ হাজার কিলোমিটারের বেশি গতিতে পৃথিবীতে ফিরে এসেছে গত ১১ ডিসেম্বর। মার্কিন জ্বালানি মন্ত্রণালয় বলেছে, লরেন্স লিভার মোর ন্যাশনাল ল্যাবরেটরির গবেষকরা প্রথমবারের মতো নিয়ন্ত্রণযোগ্য নিউক্লিয়ার ফিউশন পরীক্ষায় সফল হয়েছেন গত ৫ ডিসেম্বর। এটা ভবিষ্যতে পরিচ্ছন্ন শক্তি বিকাশের ভিত্তি স্থাপন করবে। এই শক্তি উৎপাদনে কোনো অতিরিক্ত বর্জ্য পদার্থ ও গ্রিনহাউজ গ্যাস তৈরি হবে না। তবে, আবাসিক এলাকা ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের জন্য এই প্রযুক্তি ব্যবহার করে সাশ্রয়ী মূল্যের বিদ্যুৎ উৎপাদন সম্ভব করতে আরও উন্নত পরীক্ষার প্রয়োজন রয়েছে।

ফুল থেকে টিস্যু কালচার পদ্ধতি ব্যবহার করে পাঁচ ধরনের উন্নত জাতের কলা উদ্ভাবন করেছেন রাবির অধ্যাপক ড. আনোয়ার হোসেন। তার উদ্ভাবিত কলা অধিক পুষ্টিগুণসম্পন্ন, উচ্চ ফলনশীল ও কম সময়ে ফলন পাওয়া যায়। প্রচলিত সাধারণ কলার চেয়ে এই কলা চাষ ৩০-৪০% বেশি লাভজনক। বিশাল এক গবেষণাগার। তাতে পাশাপাশি বসানো রয়েছে হাজার হাজার কাচের গোলকের মতো কিছু যন্ত্র। তাতেই তৈরি হচ্ছে মানবশিশু। এমনই ভিডিও প্রকাশ করেছেন ইয়েমেনের মলিকিউলার বায়োটেকনোলজিস্ট হাশেম আল ঘাইলি। সম্প্রতি তিনি বলেছেন, অদূর ভবিষ্যতে বাস্তবে এমন গবেষণাগার তৈরি করা খুব একটা কঠিন নয়। হাশেম তার গবেষণাগারটির নাম রেখেছেন এক্টোলাইফ। এতে থাকবে মোট ৭৫টি কক্ষ। প্রতিটি কক্ষে থাকবে ৪০০টি কৃত্রিম গর্ভ। তাতেই আইভিএফ পদ্ধতিতে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে তৈরি করা হবে ভ্রুণ। সেই ভ্রুণ বড় হয়ে উঠবে এরই ভিতরে। জন্মের আগ পর্যন্ত শিশুর রক্তচাপ থেকে হৃদ্স্পন্দনসহ সবই মাপা যাবে এই যন্ত্রে। শুধু তা-ই নয়, নিজের সন্তানের মধ্যে বাবা-মা কোন কোন গুণ দেখতে চান তা-ও ঠিক করা যাবে শিশুর জন্মের আগেই। কৃত্রিমভাবে জিনগত পরিবর্তনের মাধ্যমে ঠিক করা যাবে হবু সন্তানের গায়ের রং, উচ্চতা, শারীরিক গঠন, গলার স্বর কিংবা বুদ্ধিমত্তার মতো বিষয়গুলো। এই পদ্ধতিতে অনেক জিনগত রোগও নির্মূল করা যাবে। ‘পানি রয়েছে এমন ২টি গ্রহ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা, যা একটি লাল বামন নক্ষত্র ঘিরে চক্কর দিচ্ছে। পৃথিবী থেকে প্রায় ২১৪ আলোকবর্ষ দূরের এক সৌরজগতে কেপলার-১৩৮সি ও কেপলার-১৩৮ডি নামের গ্রহ দুটির অবস্থান। গ্রহ দুটি আকারে পৃথিবীর দেড় গুণ বড় এবং এর ভর পৃথিবীর প্রায় দ্বিগুণ। নাসা ও সিএনইএস পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ৮৫০ কিলোমিটার ওপরে একটি স্যাটেলাইট স্থাপন করেছে গত ১৬ ডিসেম্বর, যা পৃথিবীর ৯০ শতাংশ অঞ্চলের সমুদ্র, হ্রদ, বিল, নদী পর্যবেক্ষণ করে তথ্য পাঠাবে। এতে জলবায়ু পরিবর্তনের আসল চিত্র বের করতে সুবিধা হবে। মাইক্রোসফট জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তাপ্রযুক্তি কাজে লাগিয়ে ভিডিও কলে এক ভাষার কথা সরাসরি নির্দিষ্ট ভাষায় অনুবাদ করে শোনা যাবে। শুধু তাই নয়, নিজের কথাও অন্য ভাষায় অনুবাদ করে শোনানো যাবে। চীন ল্যাবে ডিএনএ সংস্কার, বায়ো ইঞ্জিনিয়ারিং ও উন্নত রোবট কৌশলের সমন্বয়ে সেনা তৈরি করছে বিশেষ যুদ্ধের জন্য। উপরন্তু চীনের ল্যাবে এমন গাছ-গাছড়াও তৈরি হচ্ছে, যেগুলো নষ্ট হয় না এবং যা থেকে অনেক বেশি পুষ্টি পাওয়া যায়।

লেখক: সাংবাদিক ও কলামিস্ট।
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন