Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় ছারছীনা পীর সাহেবের মাহফিল আজ শুরু

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : কুমিল্লার পদুয়ার বাজার এলাকার কাছাকাছি মোস্তফাপুরে খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স ময়দানে আজ বুধবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ইছালে সাওয়াব মাহফিল। মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বয়ান করবেন ছারছীনা দরবার শরিফের পীর আমীরে হিযবুল্লাহ আলহাজ শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ। বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কুমিল্লা জেলার আয়োজনে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর মাওলানা শাহ আবু নছর নেছার উদ্দীন আহমদ হুসাইন, নায়েবে আমীর মাওলানা মির্জা মো: নুরুর রহমান বেগ, নাযেমে আ’লা মাওলানা ড. সৈয়দ মুহাম্মদ শরাফত আলী, সোনাকান্দা দরবারের পীর মাওলানা মাহমুদুর রহমান, হাফেজ মাওলানা শাহ মো: নেছারুল্লাহ, সাবেক দায়রা জজ মো: ইসমাইল মিঞা ও অধ্যক্ষ মাওলানা আ খ ম আবু বকর ছিদ্দিক। মাহফিলে দেশবরেণ্য আলেম- ওলামায়েগণের মধ্যে বয়ান করবেন মাওলানা কবি রুহল আমিন খান, মুফতি ড. মো: কাফিল উদ্দিন সরকার ছালেহী, মাওলানা মো: ওসমান গণি ছালেহী, মাওলানা মুফতি মো: শাহ আলম, মাওলানা মো: বদরুজ্জামান রিয়াদ প্রমুখ। মাহফিলের সার্বিক তদারকি করছেন জমইয়াতে হিযবুল্লাহ কুমিল্লা জেলার সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হাফেজ মাওলানা ড. মুহাম্মদ রুহুল আমীন ও জমইয়াতে হিয্বুল্লাহর সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার নুরুজ্জামান। শুক্রবার বাদ জুমা ছারছীনা পীর ছাহেবের পরিচালনায় অনুষ্ঠিত হবে আখেরি মুনাজাত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুমিল্লায়

১২ ফেব্রুয়ারি, ২০২২
১ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ