বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে ৮৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার সকাল থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১৭টি থানা এলাকায় সংশ্লিষ্ট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময়ে বিভিন্ন মাদকদ্রব্য বহন-পাচার ও নিয়মিত মামলার আসামিসহ নানা অপরাধে ৮৫ জনকে গ্রেফতার করা হয়। জেলা বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) জানান, মাদক আইনে গ্রেফতার করা হয়েছে ১২ জনকে। মাদক প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।