Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলার মাঠ চাই

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

পিরোজপুর জেলা ভান্ডারিয়া উপজেলার অন্তর্গত মাটিভাংগা গ্রামে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীদের অবসর সময়ে মন-মেজাজ ভালো রাখতে প্রয়োজন খেলাধুলা। অথচ, মাটিভাংগা গ্রামে নেই স্থায়ী কোনো খেলার মাঠ। গ্রীষ্মে ফসল তোলার পর ফাঁকা মাঠে দুই-তিন মাসের মতো খেলার সুযোগ রয়েছে, যা স্থায়ী নয়। খেলাধুলার জন্য স্থায়ী মাঠ না থাকায় অবসর সময়ের বিনোদন হিসেবে শিক্ষার্থীরা ঝুঁকছে নেশাদ্রব্য ও এন্ড্রয়েড গেমে। তরুণদের জন্য এসব মারাত্মক ক্ষতিকর। অন্যদিকে এলাকায় তৈরি হচ্ছে কিশোর গ্যাং। যার ফলে অভিভাবকরা আশাহত হয়ে পড়ছে তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে। মাটিভাংগা গ্রামের সর্বস্তরের মানুষ দীর্ঘদিন ধরে স্থায়ী খেলার মাঠের জন্য দাবি জানিয়ে আসছে। তাই, সংশ্লিষ্টদের এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দৃষ্টি আকর্ষণ করছি।

ইসমাইল হোসেন রাহাত
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন