Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

মাঝ আকাশে উড়োজাহাজে প্রচণ্ড ঝাঁকুনি, আহত ৩৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২২, ৩:৫৯ পিএম

যুক্তরাষ্ট্রের ফোয়েনিক্স থেকে হনুলুলুগামী একটি উড়োজাহাজে প্রচণ্ড ঝাঁকুনির কারণে কমপক্ষে ৩৬ যাত্রী আহত হয়েছেন। গত রোববার হনুলুলুর ড্যানিয়েল কে ইনোউয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগমুহূর্তে এইচএ৩৫ ফ্লাইটে এই ঘটনা ঘটে। খবর বিবিসির।
বিমানটিতে ২৭৮ যাত্রী ছিলেন। ৩৬ জন আহত হয়েছেন, এর মধ্যে গুরুতর আহত ১১ জন। পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে একজন যাত্রী বলেন, ঝাঁকুনির মাত্রা এতটাই তীব্র ছিল যে আমরা চেয়ার থেকে লাফিয়ে উঠেছি। অনেকেই সিট থেকে ছিটকে দূরে গিয়ে পড়েছেন।
কর্তৃপক্ষ জানায়, আহত যাত্রীদের শরীরের বিভিন্ন জায়গায় কেটে গেছে, থেঁতলে গেছে। অনেকে অচেতন হয়ে পড়েছেন। মাথায় আঘাত পাওয়ার কারণে ২০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৭ জন যাত্রী ও ৩ জন ক্রু। এর মধ্যে ১৪ মাস বয়সী এক শিশুও রয়েছে।
ঝাঁকুনির পরও ঠিকঠাকভাবে অবতরণ করতে সক্ষম হয় বিমানটি। কী কারণে এমন ঝাঁকুনির কবলে পড়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ঝাঁকুনির সময়ে ওই এলাকায় বজ্রপাত হয়েছে। সেটার প্রভাবেই এমন ঘটনা ঘটেছিল কিনা, তা তদন্ত করে দেখছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা কর্তৃপক্ষ। সূত্র : বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ