Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মেসির উদযাপনে ম্যারাডোনাকে দেখলেন পেলে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২২, ১০:৫৫ পিএম

কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে রোববার রাতে বিশ্বকাপের ইতিহাস গড়া ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ ট্রফি জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। নিজেদের ফুটবল ইতিহাসে সেরা সাফল্য পেয়ে এখন অভিনন্দনে ভাসছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। বিশেষ করে মেসি। মাঠের লড়াইয়ে আর্জেন্টাইদের চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সাবেক ও বর্তমান অনেক খেলোয়াড়ই এখন মেসিদের প্রশংসায় পঞ্চমুখ। মেসি-ডি মারিয়াসহ তাদের অন্যান্য সতীর্থদের টুইট করে অভিনন্দন জানাচ্ছেন তারা। এই তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন ব্রাজিলের সর্বকালের সেরা ফুটবলার পেলে ও বর্তমান তারকা নেইমার। সাও পাওলোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পেলে পুরো আর্জেন্টিনা দলসহ মেসিকে অভিনন্দন জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন। বাদ যাননি নেইমারও।
রোববার বিশ্বকাপের ফাইনাল শেষে নিজের অভিনন্দন বার্তায় পেলে জানান, মেসির বিশ্বকাপ জয় উদযাপন দেখে ম্যারাডোনার হাসিমাখা মুখ দেখতে পেলেন তিনি। তিনটি বিশ্বকাপ জেতা বিশ্বের একমাত্র ফুটবলার পেলে। আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ে পেলে অভিনন্দনবার্তায় ম্যারাডোনাকেই স্মরণ করলেন বেশি। তিনি বলেন, ‘নিশ্চিত দিয়েগো (দিয়েগো ম্যারাডোন) এখন হাসছেন।’ কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে গত সেপ্টেম্বর থেকে সাও পাওলোর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘বরাবরের মতো ফুটবল তার গল্প বলেই চলেছে। খুবই চিত্তাকর্ষকভাবে গল্প বলছে ফুটবল। মেসি প্রথমবার বিশ্বকাপ জিতলো। ওর ফুটবলের যা গতি পথ, তাতে এটা ওর প্রাপ্যই ছিল। অভিনন্দন আর্জেন্টিনা। দিয়েগো (ম্যারাডোনা) এখন নিশ্চয়ই হাসছেন।’
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর পিএসজি তারকার অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ‘দ্য ফেনোমেনন’ রোনাল্ডোও। এই গ্রেটের মতে, একটি যুগের নেতৃত্ব দিয়ে দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। ৪৬ বছর বয়সী রোনাল্ডোর মতে মেসির স্থান এখন আরও উঁচুতে, ‘এমন পারফরম্যান্স যে কোনো বিরোধীতাকে দূরে সরিয়ে দেয়। আমি অনেক ব্রাজিলিয়ানকে এবং সারা বিশ্বের মানুষদেরকে এই রুদ্ধশ্বাস ফাইনালে মেসির জন্য গলা ফাটাতে দেখেছি। এমন বিদায় একজন গ্রেটের প্রাপ্য, যে কিনা ¯্রফে বিশ্বকাপের তারকা হওয়ার চেয়েও বেশি কিছু, যে একটি যুগের নেতৃত্ব দিয়েছে। অভিনন্দন, মেসি!’
বার্সেলোনায় এক সঙ্গে প্রায় ৮ বছর খেলেছেন দানি আলভেস। সেই সময়ে কাঁধে কাঁধ মিলিয়ে জিতেছেন সম্ভাব্য সব কিছু। তিনি জানেন মেসির যোগ্যতা সম্পর্কে। তাইতো এমন দিনে মেসিকে প্রসংশায় ভাসাতে ভোলেন নি ৩৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান, ‘তারা আমাকে যা বলে, আমি সেসব পাত্তা দেই নাৃমেসি, তোমাকে পুরো বিশ্ব ভালোবাসে, ফুটবল তোমাকে ভালোবাসে এবং আমাদের মধ্যে যারা ফুটবল ভালোবাসে তারা তোমাকে সম্মান করে। মুহূর্তটির জন্য তোমাকে অভিনন্দন। পরিবার নিয়ে উপলক্ষটি উপভোগ করো...। একজন ব্রাজিলিয়ান ও দক্ষিণ আমেরিকান হিসেবে আমি জানি, এটা ¯্রফে ট্রফি জয়ের চেয়েও বেশি কিছু। ফুটবল দীর্ঘজীবী হোক এবং এই খেলাটিকে যারা ভালোবাসে তারাও...।’
এদিকে চ্যাম্পিয়ন হওয়ার পর মেসিকে উদ্দেশ্য করে নিজের টুইট বার্তায় ব্রাজিলের বর্তমান তারকা নেইমার বলেন, ‘অভিনন্দন বন্ধু, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল-বিশ্বকাপ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ