Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীক্ষার হলে অনিয়ম বন্ধে উদ্যোগ নিন

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২২, ১২:৫৪ এএম

এসএসসি পরীক্ষায় সকল বিষয়ের বহু নির্বাচনী পরীক্ষা চলাকালীন সময় কতিপয় দুর্নীতিবাজ শিক্ষক প্রাকাশ্যে নির্লজ্জভাবে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর বলে দেন। কেউ কেউ তো আবার শিক্ষার্থীদের নকলও সরবরাহ করেন। এতে একই কক্ষে অন্য যে শিক্ষক গার্ড দেন তিনি হয়তো বিব্রত অবস্থায় পড়েন, কিন্তু সহকর্মীর এই ঘৃণ্য কাজের প্রতিবাদ করতে পারেন না। কোনো কোনো শিক্ষক তো আবার প্রশ্ন ফাঁসের সাথে জড়িত বলে খবর বের হতে দেখা যায়। গুটি কয়েক স্কুল ছাড়া দেশের প্রায় সবখানেই এমন চিত্র কমবেশি দেখা যায়। এতে করে শিক্ষার্থীরা সার্টিফিকেট অর্জন করছে ঠিকই, কিন্তু প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। ৩৩ বছর শিক্ষকতার জীবনে এমন অনেক অভিজ্ঞতা এবং বাস্তব ঘটনার প্রত্যক্ষদর্শী আমি নিজেই। যে সকল শিক্ষক এই অনৈতিক অপকর্মে লিপ্ত থাকেন তাদের স্ট্যাডিং রিলিজ করা উচিত এবং যে কেন্দ্রে এই অন্যায় কাজ সংঘটিত হবে ওই কেন্দ্রের কেন্দ্র সচিবকে জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। শিক্ষা ক্ষেত্রে এসব অনিয়ম দূর করতে প্রয়োজনে সিসি ক্যামেরার মাধ্যমে পুরো বিষয়টি নজরদারিতে আনা যেতে পারে।

মো. আতিকুর রহমান খান
সাবেক সহকারী প্রধান শিক্ষক
উজান গোবিন্দী বিনাইরচর উচ্চ বিদ্যালয়
আড়াইহাজার, নারায়ণগঞ্জ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন