গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজশাহী ব্যুরো : মহানগরীর হেতখা ছোট মসজিদ এলাকায় গত সামবার মধ্যরাতে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণের ঘটনায় ফায়সাল আলী (২৮) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র অফিসার শরিফুল ইসলাম বলেন, ফায়সাল আলী এলপি গ্যাস সিলিন্ডার থেকে ছোট টিনের সিলিন্ডারে গ্যাস ভেতরে ভরে নগরীর বিভিন্ন জুয়েলাসের দোকানে দেয়। গতকাল রাতে ফায়সাল আলী এই কাজ করার সময় সিগারেট সেবন করছিলেন। এ সময় গ্যাস বের হয়ে ছোট টিনের সিলিন্ডার বিষ্ফোরণ হয়।
ইঁদুর মারা ফাঁদে পড়ে কৃষকের মৃত্যু
রাজশাহীর দুর্গাপুরের বাদাইল গ্রামে গতকাল ইঁদুর মারতে গিয়ে সেই ফাঁদে পরে জয়নুদ্দিন (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, বোরোর বীজতলার জমিতে ইঁদুর মারার জন্য জিআই তার দিয়ে বিদ্যুতায়িত করে রাখা হয়। সেখানে একটি ইঁদুরও মারা পড়ে। কিন্তু লাইন বিছিন্ন না করে ওই ইঁদুর সরাতে গিয়ে নিজেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থালেই মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।