Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

সন্তানকে নৈতিক শিক্ষা দিন

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২২, ১২:০৫ এএম

পিতা-মাতার কাছে সন্তান হলো সবথেকে মূল্যবান। সন্তানের স্বার্থে জীবন বিপন্ন করতেও পিতা-মাতারা দ্বিধাবোধ করেন না। পিতা-মাতা তাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানের জন্য সকল ধরনের ত্যাগ স্বীকার করতে রাজি থাকেন। এভাবে পরম মমতায় একটু একটু করে বেড়ে ওঠে সন্তানরা। সন্তান যত বড় হতে থাকে তাদের ঘিরে বাবা-মায়ের স্বপ্নও তত বড় হতে থাকে। একটা সময় পরে সন্তান স্বাবলম্বী হয়ে যায় এবং সমাজে তার প্রভাব প্রতিপত্তি বিস্তার করে। ফলে বাবা-মায়ের খুশি আর আত্মতৃপ্তির কোনো শেষ থাকে না। কিন্তু দেখা যায়, বাবা-মায়ের এই অপরিসীম আদর-স্নেহের প্রতিদানে প্রতিষ্ঠিত সন্তানের এক অংশ বাবা-মায়ের শেষ জীবনে বৃদ্ধাশ্রম উপহার দেয়। যে বাবা-মায়ের জীবনটাই চলে যায় সন্তানকে নিয়ে চিন্তা করতে করতে, বৃদ্ধ বয়সে সন্তান সেই বাবা-মায়ের থেকে মুক্তি পেতে চায়। ফলে বৃধাশ্রম হয় তাদের ঠিকানা। এর জন্য কি শুধু সন্তান দায়ী? সমাজ হয়তো শুধু সন্তানকেই দায়ী করবে। কিন্তু একটু গভীর দৃষ্টিতে দেখলে বোঝা যায়, সন্তানের আগে পিতা-মাতাও কম দায়ী নন। পিতা-মাতারা আদর স্নেহের পাশাপাশি যদি সন্তানকে যথার্থ নৈতিক শিক্ষা প্রদান করতেন, মানুষের প্রতি মানুষের অধিকার ও দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতন করতেন, ধর্মীয় জ্ঞান ও বিধি-বিধান সম্পর্কে সন্তানকে অবহিত করতেন তাহলে হয়তো তাদের এই পরিস্থিতির শিকার হতে হতো না। তাই সময় থাকতে পিতা-মাতাদের সচেতন হওয়া উচিত।

তাজুল ইসলাম তাসিন
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন