পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
১৯৭১ সালের ২৫ মার্চের কালোরাতে নিরস্ত্র বাঙালিদের উপর পাকিস্তানি হানাদার বাহিনীর অতর্কিত ঝাপিয়ে পড়া ও গণহত্যার পর তুমুলাকারে শুরু হয় আমাদের মুক্তি সংগ্রাম ও স্বাধীনতার লড়াই। এ মুক্তির লড়াইয়ে ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শরীক হয়। উলামায়ে কেরামও ছিলেন নেতৃত্ব, সম্মুখসমরে। নিজেররা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করে গেছেন। মুক্তিযোদ্ধাদের সার্বিক সাহায্য-সহযোগিতা ও আশ্রয় দিয়েছেন। মুক্তিযুদ্ধে এত ত্যাগ তিতিক্ষা ও আত্মদান সত্ত্বেও আলেম উলামাদের বিভিন্ন কটুবাক্য, গালমন্দ শুনতে হচ্ছে। স্বার্থান্বেষী মহল অসদুদ্দেশ্যে আলেম উলামাদের নিয়ে বাজে কথা বলছে। এতে মুক্তিযুদ্ধের কালজয়ী ইতিহাস এবং মুক্তিযোদ্ধাদের ভাবমর্যাদা বিনষ্ট হচ্ছে। তাই, পাঠ্যসূচিতে মুক্তিযুদ্ধের জন্য আলেম-উলামাদের ত্যাগ তিতিক্ষা ও আত্মদানকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তাহলে তাদের নিয়ে ছড়ানো বিভ্রান্তি দূর হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস হবে আরো সমৃদ্ধ।
মুহাম্মাদ জিহাদ আইমান
মোজাফফরপুর, কেন্দুয়া, নেত্রকোনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।