পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
কুমিল্লা জেলার সর্ব বৃহৎ বিদ্যাপীঠ কুমিল্লা বিশ্ববিদ্যালয়। যেটি ঐতিহাসিক শালবন বিহারের কোল ঘেঁষে অবস্থিত। বিশ্ববিদ্যালয়ের চারপাশে রয়েছে ঐতিহাসিক নিদর্শন বৌদ্ধ বিহার, শালবন বিহার, প্রত্মতত্ত্ব জাদুঘরসহ বিভিন্ন পুরাকীর্তি। এছাড়া প্রতিষ্ঠানকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন পার্ক, রিসোর্ট ও পর্যটন কেন্দ্র। এখানে প্রতিদিন ভিড় করেন শত শত পর্যটক। কিন্তু নিয়মিত এখানকার রিসোর্টগুলোতে বাজানো হয় গান। কিন্তু সেই গান ও অনুষ্ঠানের শব্দ রিসোর্টের গন্ডি পেরিয়ে চলে আসে বিশ্ববিদ্যালয়ে। এতে শিক্ষার্থীদের ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কাজে ব্যাঘাত ঘটছে। আবাসিক হলের শিক্ষার্থীরাও শব্দ দূষণে অতিষ্ঠ। বিভিন্ন অভিযোগ করলেও করছে না ভ্রুক্ষেপ, মিলছে না সমাধান। তাই এ বিষয়টি নিয়ন্ত্রণে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
মোহাম্মদ আল-আমিন
শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।