Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে এক মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ : আহত ৮ মুসল্লী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২২, ৭:২৭ পিএম

সিলেটের দক্ষিণ সুরমায় মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে বাদ জুম্মা সংঘর্ষে লিপ্ত হয়েছেন মুসল্লিদের দু’পক্ষ। এতে উভয় পক্ষের আহত হয়েছেন অন্তত ৮ জন। এর মধ্যে গুরুতর আহত ৪ জনকে ভর্তি করা হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের দক্ষিণ কুড়িগ্রামে ঘটেছে এ ঘটনা। পরে খবর পেয়ে কামালবাজার তদন্তকেন্দ্র ও এসএমপির দক্ষিণ থানার পুলিশ যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
কামালবাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এস.আই মো. জাহাঙ্গীর আলমের বরাতে দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন- দক্ষিণ কুড়িগ্রামের মসজিদ কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে লাল মিয়া সফিক ও আফরোজ মিয়া- এই দুপক্ষের বিরোধ চলছিল।
আজ শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের কথা ছিল। এ নিয়ে নামাজের পরপরই লাল মিয়া সফিক ও আফরোজ মিয়ার পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করে এবং একপর্যায়ে লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ। এসময় দুপক্ষের মাঝে নিক্ষেপ করা হয় ইট-পাটকেলও। সংঘর্ষকালে উভয় পক্ষের আহত হন অন্তত ৮ জন। এর মধ্যে গুরুতর আহত ৪ জনকে ভর্তি করা ওসমানী হাসপাতালে। মারামারির খবর পেয়ে কামালবাজার তদন্তকেন্দ্র ও দক্ষিণ থানা পুলিশের টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় এখনও কোনা পক্ষ থেকে থানায় অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি বলে জানান তদন্ত ওসি সুমন কুমার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ